ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও দল অপরিবর্তিত রেখেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টটি হোবার্টে অনুষ্ঠিত হবে।
চলমান পার্থ টেস্টে অবশ্য ভালো অবস্থানে নেই অজিরা। কারণ তৃতীয় ইনিংসে প্রোটিয়ারা আট উইকেট হারিয়ে ৫৪০ রানে ডিক্লেয়ার করলে স্বাগতিকদের সামনে ৫৩৯ রানের টার্গেট নিশ্চিত হয়। যেখানে অজিদের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ স্কোর ৪০৪।
এদিকে প্রথম টেস্টে এমন দুর্দাশার পরও দল অপরিবর্তিত রাখায় অজি নির্বাচকদের সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটাররা। কোচ ড্যারেন লেহম্যানেরও সমালোচনা করেছেন শেন ওয়ার্ন, মাইকেল ক্লার্ক ও মিচেল জনসনের মতো কিংবদন্তিরা।
আগামী ১২ নভেম্বর হোবার্টের বেলেরিভ ওভালে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, শন মার্শ, উসমান খাজা, অ্যাডাম ভোজেস, মিচেল মার্শ, পিটার নেভিল, মিচেল স্টার্ক, পিটার সিডল, জস হ্যাজেলউড, নাথান লিয়ন, জো মেনি।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৬
এমএমএস