ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে এবাদত, ছিটকে যেতে পারেন নিউজিল্যান্ড সফরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
ইনজুরিতে এবাদত, ছিটকে যেতে পারেন নিউজিল্যান্ড সফরে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: ডিসেম্বরে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পের জন্য ২২ সদস্যের স্কোয়াডে এবাদত হোসেন ও নাজমুল হোসেন শান্তকে মূলত ডেভেলপমেন্টের অংশ হিসেবে রাখা হয়েছে। হাই পারফরম্যান্স দলের কার্যক্রম আপাতত শেষ হয়ে যাওয়ায় এবং ‘এ’ দলের কোনো খেলা না থাকায় মাশরাফি-মুশফিকদের সঙ্গে ক্যাম্পে থাকলে তারা তাদের স্কিল ফিটনেস নিয়ে কাজ করতে পারবেন এই ভাবনা থেকেই তাদের দলে রাখা।


 
কিন্তু, ইনজুরি দুঃসংবাদ বয়ে আনতে পারে পেসার এবাদত হোসেনের জন্য। ঘটনাটি ঘটেছিল সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন দলের সঙ্গে থাকা এবাদত চোটে আক্রান্ত হন। এর ফলে তার নিউজিল্যান্ড সফরে যাওয়া নাও হতে পারে বলে মনে করছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
       
রোববার (৬ নভেম্বর) বিকেলে তিনি এবাদতের ইনজুরি এবং তার নিউজিল্যান্ড সফর প্রসঙ্গে এমন আশঙ্কা প্রকাশ করেন, ‘চট্টগ্রামে প্রথম টেস্ট চলাকালীন এবাদত ইনজুরিতে পড়েছে। এতদিন ও রিহাবের (পুনর্বাসন) মধ্যে চলছিল। সে দলের সাথে যেতে পারবে কি না সে বিষয়ে আমরা এখনও চূড়ান্ত কোন প্রতিবেদন পাইনি। এবাদত ও শান্ত যাচ্ছিল  ডেভেলপমেন্টের অংশ হিসেবে। ওরা কেউই আমাদের মূল স্কোয়াডের অংশ নয়। আগামী চার সপ্তাহের মধ্যে ও সুস্থ না হলে দলের সাথে যেতে পারবে না। ’

এদিকে, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুশীলন ক্যাম্প চলাকালীন কোনো প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা কম বলেও গণমাধ্যমকে জানান হাবিবুল ‍বাশার, ‘প্রথমে আমরা যাচ্ছি অস্ট্রেলিয়ায়। সেটা পুরোপুরি প্রস্তুতির জন্য। সেখানে আমাদের অনুশীলন ম্যাচের সম্ভাবনা কম। ’
 
নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের সফলতা পাওয়ার সম্ভাবনা নিয়ে বাশারের অভিমত, ‘এ কথা ঠিক যে নিউজিল্যান্ডের উইকেট উপমহাদেশের যে কোনো দলের জন্যই কঠিন। তবে বিরুপ কন্ডিশন হলেও সমস্যা নেই কারণ আমাদের ফাস্ট বোলিং আক্রমণ বেশ ভালো। ওই কন্ডিশনেও আমাদের বোলাররা ভালো করবে। ব্যাটিংও আমরা খারাপ করছিনা। আমাদের দলটা এখন এমন একটা জায়গায় আছে যে, উইকেট ফাস্ট বোলিং বা স্পিন যাই হোক সমস্যা হবে না। কেননা ইংল্যান্ড সিরিজে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। সাথে বিপিএল দিয়ে প্রস্তুতি আরও ভালো হবে বলে আশা করছি। ’

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ৬ নভেম্বর ২০১৬
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।