ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

চিটাগংকে চ্যাম্পিয়ন দেখতে চাই: এনামুল বিজয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
চিটাগংকে চ্যাম্পিয়ন দেখতে চাই: এনামুল বিজয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: এনামুল বিজয় বিপিএলের প্রথম দুই আসরে খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। মাশরাফির বিচক্ষণ নেতৃত্বে এবং গ্ল্যাডিয়েটর্সদের দুর্দান্ত পারফরমেন্সে দুই আসরেই চ্যাম্পিয়নের মুকুট জেতে ঢাকা।

বিপিএলের তৃতীয় আসরে বিজয়ের দল ছিল চিটাগং ভাইকিংস। কিন্তু সেখানে চ্যাম্পিয়নের মুকুট পড়া হয়নি বিজয়দের। ষষ্ঠ হয়েই টুর্নামেন্ট শেষ করতে হয়েছিল। বিপিএলের এবারের আসরেও বিজয় সেই ভাইকিংস দলেই। তাই গেল মৌসুমের অধরা শিরোপা এই মৌসুমেই ভাইকিংসদের এনে দিতে বদ্ধপরিকর এই হার্ডহিটার ব্যাটসম্যান।
 
‘এবারের বিপিএলে অবশ্যই আমার দলকে চ্যাম্পিয়ন দেখতে চাই। সেজন্য চেষ্টা করব দলের জন্য শতভাগ দিয়ে খেলার। চিটাগং ভাইকিংস একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি, তাই তাদের একটা চ্যাম্পিয়নশিপ দিতে চেষ্টা করব। বিপিএলের গেল আসরে দলটি ষষ্ঠ হয়েছে, তাই চেষ্টা থাকবে এবার তাদের মুখে হাসি ফোটাতে। ’ বলছিলেন চিটাগং ভাইকিংস ব্যাটসম্যান এনামুল হক বিজয়।
 
রোববার (৬ নভেম্বর) চিটাগং ভাইকিংসের অনুশীলন শেষে এবারের বিপিএলে নিজ লক্ষ্যের কথা জানাতে গিয়ে তিনি এমনটি বলেন।
 
এদিকে, এনামুল বিজয় জাতীয় দলের হয়ে রঙিন কিংবা সাদা পোশাকে মাঠে নামছেন না দীর্ঘ দিন হতে চলেছে। ওয়ানডে ফরমেটে সবশেষ তাকে ব্যাট হাতে দেখা গিয়েছিল বিশ্বকাপের মঞ্চে, নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে। টি-টোয়েন্টিও সব শেষ খেলেছেন ওই বছরই জিম্বাবুয়ের বিপক্ষে। আর টেস্ট খেলেছেন সবশেষ ২০১৩ সালে, গলে, স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে।
 
সংগত কারণেই এদিন গণমাধ্যম কর্মীরা বিজয়ের কাছে জানতে চান, জাতীয় দলে না থাকাটা কতখানি হতাশার?  উত্তরে বিজয় জানান, ‘জাতীয় দল থেকে যখন ইনজুরির কারণে বাদ পড়লাম তারপরও দুই, তিনটা টুর্নামেন্টে সর্বোচ্চ কিংবা দ্বিতীয় সর্বোচ্চ রান করেছি। প্রিমিয়ার লীগও বেশ ভালো গেছে। যদিও গেল বছরের বিপিএলটা ভালো যায়নি। কিন্তু সার্বিকভাবে প্র্যাকটিস ম্যাচগুলো বেশ ভালো খেলেছি। সব সময়ই আশাবাদী জাতীয় দলের লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামবো, জাতীয় দলের সাদা ড্রেসটা পরে গ্রীন ক্যাপে মাঠে নামবো। তবে, এবার প্রাথমিক দলে নেই। শতভাগ দিয়ে চেষ্টা করছি। সবারই তো জাতীয় দলই মূল লক্ষ্য থাকে, আমার লক্ষ্যটাও আছে জাতীয় দলে ফিরে আসার। ’
 
বিপিএলের নতুন সূচি অনুযায়ী ৮ নভেম্বর দুপুর ২টায় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে এনামুল বিজয়ের চিটাগং ভাইকিংস।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ০৬ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।