ঢাকা: হারারে টেস্টের দ্বিতীয় দিন শেষে রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে লঙ্কানদের ৫০৪ রানের জবাবে ব্যাট করছে জিম্বাবুয়ে।
শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে শতক হাঁকান গুনারত্নে। ডি সিলভা খেলেন ১২৭ রানের ইনিংস। আর গুনারত্নের ব্যাট থেকে আসে ১১৬ রান। ওপেনার করুনারত্নে করেন ২৬ রান আর অপর ওপেনার কুশল সিলভার ব্যাট থেকে আসে ৩৭ রান।
উপুল থারাঙ্গা করেন ৭৯ রান। দিলরুয়ান ৩৪ রানের ইনিংস খেলেন। দলপতি রঙ্গনা হেরাথ করেন ২৭ রান।
জিম্বাবুয়ের হয়ে তিনটি করে উইকেট নেন তিরিপানো এবং গ্রায়েম ক্রেমার। দুটি উইকেট দখল করেন হ্যামিলটন মাসাকাদজা। আর একটি করে উইকেট লাভ করেন এমপোফু এবং শেন উইলিয়ামস।
ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানেই জিম্বাবুয়ে নিজেদের দুই উইকেট হারায়। ওপেনার টিনো এবং তিন নম্বরে নামা হ্যামিলটন মাসাকাদজা বিদায় নেন। তবে, ১০৯ রানে অবিচ্ছিন্ন জুটি গড়ে জিম্বাবুয়ের রানের চাকা ঘোরাচ্ছেন ওপেনার ব্রায়ান চারি এবং ক্রেইগ আরভিন। দু’জনই ৬০ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেটই তুলে নেন রঙ্গনা হেরাথ।
বাংলাদেশ সময়: ০০০৭ ঘন্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমআরপি