ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজকোট টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
রাজকোট টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষ করলো ভারত-ইংল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশদের সংগ্রহ চার উইকেটে ৩১১। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ১-১ সমতায় টেস্ট সিরিজ শেষ করে ভারতে পা রাখেন অ্যালিস্টার কুকরা।

ঢাকা: পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষ করলো ভারত-ইংল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশদের সংগ্রহ চার উইকেটে ৩১১।

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ১-১ সমতায় টেস্ট সিরিজ শেষ করে ভারতে পা রাখেন অ্যালিস্টার কুকরা।

প্রথম দিনেই টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন জো রুট। দলীয় ১০২ রানে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন তিনি। ১২৪ রানের ইনিংস খেলে আউট হন ইংলিশদের ব্যাটিং স্তম্ভ। তার আগে মঈন আলীকে নিয়ে চতুর্থ উইকেটে ১৭৯ রানের পার্টনারশিপ গড়েন।

রুটের পর শতকের অপেক্ষায় মঈন। ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ২৯ বছর বয়সী এ অলরাউন্ডার। তাকে সঙ্গ দেন বেন স্টোকস (১৯ অপ.)। অধিনায়ক কুক ২১, হাসিব হামিদ ৩১ ও বেন ডাকেটের ব্যাট থেকে আসে ১৩।

রবিচন্দ্রন অশ্বিন দু’টি ও বাকি দুই উইকেট নেন উমেশ যাদব ও রবিন্দ্র জাদেজা।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।