ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চিটাগংয়ের দলীয় শতক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
চিটাগংয়ের দলীয় শতক ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শোয়েব মালিককে হারিয়ে বিপর্যয়ে চিটাগং ভাইকিংস। রান আউটের শিকার হন এ ব্যাটসম্যান। তবে ১৬তম ওভারে দলীয় শতক পূর্ণ করেছে দলটি।

মিরপুর থেকে: শোয়েব মালিককে হারিয়ে বিপর্যয়ে চিটাগং ভাইকিংস। রান আউটের শিকার হন এ ব্যাটসম্যান।

তবে ১৬তম ওভারে দলীয় শতক পূর্ণ করেছে দলটি।

এ প্রতিবেদন খেলা পর্যন্ত ১৬ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে চিটাগংয়ের সংগ্রহ ১০২ রান। ব্যাটিংয়ে অপরাজিত আছেন জাকির হাসান ও নাজমুল হোসেন মিলন।

এর আগে ৮২ রানে দলীয় পঞ্চম উইকেট হারায় চিটাগং ভাইকিংস। জহুরুল ইসলাম ও মোহাম্মদ নবী দ্রুত ফিরে গেলে বিপর্যয় সৃস্টি হয় চিটাগং শিবিরে।

রান আউটের শিকার হয়ে ফিরেন আনামুল হক। এরই মধ্যে চিটাগং ভাইকিংসের তৃতীয় উইকেটের পতন হলো। আনামুল ১৬ বলে চারটি চারের সাহায্যে ২৫ রান করেন। পরে জহুরুলকে ফেরান আরাফাত সানি ও নবীকে আউট করেন রুবেল হোসেন।

দারুণ বোলিং করে চিটাগংয়ের দুই ওপেনার তামিম ইকবাল ও ডোয়েন স্মিথকে ফেরান রংপুর রাইডার্সের স্পিনার সোহাগ গাজী।

দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। দলটির এটি প্রথম ম্যাচ। আর চিটাগংয়ের দ্বিতীয় ম্যাচ।

প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুভ সূচনা করেছিল চট্টগ্রাম।

চিটাগং ভাইকিংস একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ডোয়েন স্মিথ, আনামুল হক, শোয়েব মালিক, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ নবী, তাইমাল মিলস, জাকির হাসান, নাজমুল হাসান মিলন।

রংপুর রাইডার্স একাদশ: নাঈম ইসলাম (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুক্তার আলী, শহীদ আফ্রিদি, সোহাগ হাজী, রুবেল হোসেন, আরাফাত সানি, রিচার্ড গ্লিসন, মোহাম্মদ শাহজাদ।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ০৯ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।