মিরপুর থেকে: বিপিএলের চতুর্থ আসরে নিজেদের প্রথম ম্যাচেই নাটকীয় জয় পেয়েছে খুলনা টাইটানস। লো-স্কোরিং ম্যাচে শেষ ওভারে মাত্র ৭ রান দরকার ছিল রাজশাহী কিংসের।
রাজশাহীকে এমন সহজ সমীকরণ মেলাতে দেননি খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শের-ই-বাংলা স্টেডিয়ামে এ অফস্পিনার শেষ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে দলকে উপহার দেন রোমাঞ্চকর এক জয়।
দলের মূল বোলারদের চার ওভারের কোটা শেষ হয়ে গিয়েছিল আগেই। তাইতো বাধ্য হয়েই শেষ ওভার করতে হয় মাহমুদউল্লাহকে। আর তাতেই সাফল্য। প্রথম ২ বলে একটি ওয়াইডসহ দেন ৩ রান। শেষ ৪ বলে ৩ ব্যাটসম্যান মিলে আর কোনো রানই যোগ করতে পারেনি রাজশাহী। ১৩৪ রানের জয়ের লক্ষ্যে থাকা দলটি অলআউট হয় ১৩০ রানে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন অপশন না থাকাতেই তাকে বল হাতে নিতে হয়েছে, ‘ওই সময় আর কোনো অপশন ছিলো না। ১৮তম ওভার শফিউলকে দিয়ে করিয়েছি তার কারণ ওই সময়টায় আমাদের উইকেট দরকার ছিল। আমি মনে করি ড্যারেন স্যামির উইকেট টার্নিং পয়েন্টের একটি ছিল। ওই ওভারে মুমিনুল ফিরে যাওয়ায় ম্যাচে আমরা আরেকটু এগিয়েছি। এছাড়া শুরুর দিকে জুনায়েদ খানের তিন উইকেট নেয়া ছিল খুব ভাইটাল। ’
মাহমুদউল্লাহ আরও বলেন, ‘ম্যাচটা ওদের পক্ষেই ছিল। শেষ ৬ বলে ৭ রান কঠিন কিছু নয়। হাতে ৩-৪টা উইকেটও ছিল। আমি চাপ নেইনি। তবে শেষ বলটি খুব ভেবে-চিন্তে করেছি। কেননা কানায় লেগে চার হয়ে যেতে পারে। অপু সুইপ ভালো খেলে। রিভার্স সুইপ করার সুযোগ যেন না পায় এজন্য বলটা অফস্টাম্পের বাইরে করেছিলাম। ’
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ০৯ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস