ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম জয়টা উৎসাহব্যঞ্জক: রিয়াদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
প্রথম জয়টা উৎসাহব্যঞ্জক: রিয়াদ ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রুদ্ধশ্বাস ম্যাচে রাজশাহী কিংসকে ৩ রানে হারিয়ে বিপিএলের এবারের আসরে প্রথম জয় তুলে নিল খুলনা টাইটানস। জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্যে খেলতে নামা রাজশাহীর জন্য শেষ ওভারে দরকার ছিল ৭ রান, আর হাতে উইকেট ছিল ৩টি। কিন্তু ওই ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের বোলিং ভেলকিতে সবক’টি উইকেট হারিয়ে হারের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছে ড্যারেন স্যামির রাজশাহী।

মিরপুর থেকে: রুদ্ধশ্বাস ম্যাচে রাজশাহী কিংসকে ৩ রানে হারিয়ে বিপিএলের এবারের আসরে প্রথম জয় তুলে নিল খুলনা টাইটানস। জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্যে খেলতে নামা রাজশাহীর জন্য শেষ ওভারে দরকার ছিল ৭ রান, আর হাতে উইকেট ছিল ৩টি।

কিন্তু ওই ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের বোলিং ভেলকিতে সবক’টি উইকেট হারিয়ে হারের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছে ড্যারেন স্যামির রাজশাহী।

আর রাজশাহীর বিপক্ষে টুর্নামেন্টের প্রথম জয়টিকে উৎসাহব্যঞ্জক বললেন খুলনা টাইটানস দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ । ‘প্রথম জয়টা খুবই উ‍ৎসাহব্যঞ্জক। কারণ কাগজে কলমে আমাদের দলটা খুব একটা বড় না, তেমন আহামরি কোন নাম নেই, তবে ভাল নাম আছে। যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে প্রত্যাশার চাইতেও আমরা ভাল করতে পারবো। আর যদি একটি দল হিসেবে যদি আমরা খেলতে পারি তাহলে টুর্নামেন্টে যে কোন দলকেই হারাত পারবো। ’

বুধবার (৯ নভেম্বর) ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে এবারের বিপিএলের নিজেদের প্রথম জয়টি নিয়ে এভাবেই প্রতিক্রিয়া জানান এই টাইটানস অধিনায়ক।       

এদিনের সংবাদ সম্মেলনে উঠে আসে খুলনা টাইটানসের ব্যাটিং ইনিংস নিয়েও। রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেও মিরপুরের স্পোর্টিং উইকেটে দলীয় সংগ্রহটা মোটেও চ্যালেঞ্জিং করতে পারেনি খুলনা। নির্ধারিত ২০ ওভার ৮ উইকেটে বিনিময়ে দলটি সংগ্রহ ছিল ১৩৩ রান, যা রিয়াদের কাছে খুবই নগন্য মনে হয়েছে।    
‘আমাদের ব্যাটিংয়ে আমি হতশ ছিলাম। কারণ উইকেটটা ছিল ১৬০ রান এর। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। আরেকটু আক্রমনাত্মক ক্রিকেট খেললে আমাদের জন্য ভাল হত। আমরা এটা করতে পারি কিন্তু অনেকসময়ই অনেক কিছু পারা যায় না। ’

তবে টুর্নামেন্টের অনাগত ম্যাচগুলোতে তাদের এমন ভুলের পুনরাবৃত্তি আর হবে না বলেও গণমাধ্যমকে আশ্বস্ত করেন রিয়াদ। ১০ নভেম্বর সন্ধ্যায় বিপিএলে দিনের একমাত্র ম্যাচে নাঈম ইসলামে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানস।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ৯ নভেম্বর ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।