ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘সিঙ্গেল খেললে হয়তোবা এমনটা হতো না’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
‘সিঙ্গেল খেললে হয়তোবা এমনটা হতো না’ ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে তীরে এসে তরী ডুবিয়েছে রাজশাহী কিংস। ম্যাচ শেষে আক্ষেপে পুড়ছে তারা। ১৩৪ রানের ছোট লক্ষ্যে ঠিকঠাকই এগোচ্ছিল রাজশাহী। শেষ ওভারে দরকার ৭ রান, হাতে ৩ উইকেট। এমন সহজ সমীকরণ অবশ্য মেলাতে পারেনি তারা।

মিরপুর থেকে: বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে তীরে এসে তরী ডুবিয়েছে রাজশাহী কিংস। ম্যাচ শেষে আক্ষেপে পুড়ছে তারা।

১৩৪ রানের ছোট লক্ষ্যে ঠিকঠাকই এগোচ্ছিল রাজশাহী। শেষ ওভারে দরকার ৭ রান, হাতে ৩ উইকেট। এমন সহজ সমীকরণ অবশ্য মেলাতে পারেনি তারা।

খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের করা শেষ ওভারে ৩ রান তুলে হারিয়েছে ৩ উইকেট। আর তাতে ১৩০ রানে গুটিয়ে যায় রাজশাহী।

৩ রানে হারের পর রাজশাহীর অলরাউন্ডার আবুল হাসান রাজুর মুখে আফসোস ঝড়লো, ‘আমাদের পরিকল্পনায় ছিল শেষ পর্যন্ত খেলা। আমি যদি... সিঙ্গেল খেললে হয়তোবা এমনটা হতো না। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো কিছুই ঘটতে পারে। ’
 
আবুল হাসান মনে করেন দলের কিছু কিছু ব্যাটসম্যান উইকেট বিলিয়ে আসাতেই জয়ের জায়গায় উল্টো হার দেখতে হয়েছে, ‘আমাদের কিছু কিছু উইকেট হয়তোবা আমরা নিজেরাই গিফট করে আসছি। ওই মুহূর্তগুলোতে আমরা যদি উইকেটগুলো না দিতাম তাহলে আমাদের জন্য সহজ ছিল ম্যাচটা। ’
 
টি-টোয়েন্টি ক্যারিয়ারে আজ প্রথমবার পাঁচ উইকেট নিয়েছেন রাজশাহীর পেসার আবুল হাসান। কিন্তু দলের হারে সেটি ম্লান হয়েছে। বোলিংয়ে বৈচিত্র্য আনাতেই সফল হয়েছেন বলে জানালেন তিনি, ‘উইকেটটা দেখে একটু মনে হয়েছিল বল একটু ধরবে। তাই আমার প্ল্যান ছিল উইকেটে ভেরিয়েশনটা করলে অনেক ভালো হয়, এ কারণেই হয়তোবা আজকে আমি সাফল্য পেয়েছি। ’
 
চার ওভারে ২৮ রান দিয়ে সাজঘরে পাঠান রিকি ওয়েসেলস, মাহমুদউল্লাহ রিয়াদ, অলক কাপালি, আরিফুল হক ও শফিউল ইসলামকে। আবুল হাসানের পঞ্চম শিকার হন শফিউল। সরাসরি বোল্ড হন এ ব্যাটসম্যান।
 
বিপিএলে সেরা বোলিং ফিগারে চতুর্থ স্থানে উঠে এসেছেন আবুল হাসান। ৩.২ ওভারে ৬ রানে পাঁচ উইকেট নেয়া পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি রয়েছেন শীর্ষে।
 
দুরন্ত রাজশাহীর হয়ে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়টসের বিপক্ষে কীর্তিটি গড়েন সামি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের কেভিন কুপার ও শ্রীলঙ্কার থিসারা পেরেরা। এর পরই রয়েছেন আবুল হাসান রাজু। পঞ্চম স্থানে আরেক বাংলাদেশি আল আমিন হোসেন। মজার ব্যাপার হলো বিপিএলে পাঁচ উইকেট নেয়া বোলারদের সবাই পেসার।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ০৯ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।