ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে বাদ পড়লেন গাপটিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
পাকিস্তানের বিপক্ষে বাদ পড়লেন গাপটিল মার্টিন গাপটিল-ছবি:সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে আসছে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজে ফর্মের কারণে বাদ পড়লেন ওপেনার ব্যাটসম্যান মার্টিন গাপটিল। তবে এখন পর্যন্ত টেস্ট না খেলা ব্যাটসম্যান জিত রাভাল ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। এছাড়া এর আগে একটি টেস্ট খেলা টোড অ্যাস্টেল ডাক পেয়েছেন।

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে আসছে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজে ফর্মের কারণে বাদ পড়লেন ওপেনার ব্যাটসম্যান মার্টিন গাপটিল। তবে এখন পর্যন্ত টেস্ট না খেলা ব্যাটসম্যান জিত রাভাল ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম।

এছাড়া এর আগে একটি টেস্ট খেলা টোড অ্যাস্টেল ডাক পেয়েছেন।

রাভাল এর ‍আগে কিউইদের জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডে ছিলেন। তবে এবারের গাপটিলের অনুপস্থিতিতে হয়তো অভিষেক হয়ে যেতে পার তার। গত ঘরোয়া মৌসুমে দারুণ খেলেছিলেন তিনি।

এদিকে দলটির সর্বশেষ ভারত সফর করা ডাগ ব্রেসওয়েল, জিতেন প্যাটেল, লুক রঞ্চি ও ইশ শোধি এই সিরিজ থেকে বাদ পড়েছেন।

আগামী ১৭ নভেম্বর ক্রাইসচার্চে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামবে কেন উইলিয়ামসনের দল। যেখানে ২৫ নভেম্বর হবে দ্বিতীয় টেস্ট।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলাস, জিমি নিশাম, জিত রাভাল, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।