ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হেরাথ কীর্তিতে জিম্বাবুয়েকে লঙ্কানদের ধবলধোলাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
হেরাথ কীর্তিতে জিম্বাবুয়েকে লঙ্কানদের ধবলধোলাই ছবি: সংগৃহীত

২০ উইকেটের মধ্যে ১৩টিই রঙ্গনা হেরাথের দখলে। তার স্পিন ঘূর্ণির কাছেই অসহায় আত্মসমর্পণ করলো স্বাগতিক জিম্বাবুয়ে। ২৫৭ রানের দাপুটে জয়ে ২-০ তে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতলো শ্রীলঙ্কা। এ ম্যাচ দিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান হেরাথ।

ঢাকা: ২০ উইকেটের মধ্যে ১৩টিই রঙ্গনা হেরাথের দখলে। তার স্পিন ঘূর্ণির কাছেই অসহায় আত্মসমর্পণ করলো স্বাগতিক জিম্বাবুয়ে।

২৫৭ রানের দাপুটে জয়ে ২-০ তে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতলো শ্রীলঙ্কা। এ ম্যাচ দিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান হেরাথ।

স্কোর: শ্রীলঙ্কা - ৫০৪ ও ২৫৮/৯ ডিক্লে.
জিম্বাবুয়ে - ২৭২ ও ২৩৩ (৫৮ ওভার)

এর আগে প্রথম টেস্টে ২২৫ রানের বড় জয় তুলে নেয় লঙ্কানরা। দ্বিতীয় ম্যাচেও তারই পুনরাবৃত্তি। ৪৯১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২৩৩-এ গুটিয়ে যায় জিম্বাবুইয়ানরা। সর্বোচ্চ ৭২ রান আসে ক্রেইগ আরভিনের ব্যাট থেকে। শন উইলিয়ামস করেন ৪৫। একাই আটটি উইকেট নেন হেরাথ। বাকি দু’টি লাহিরু কুমারা ও ধনাঞ্জয়া ডি সিলভার।

বড় লিড নিলেও ২৫৮ রানে ইনিংস ঘোষণার আগে লঙ্কানদের ৯ উইকেটের পতন ঘটে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আসিলা গুনারাত্নে ৩৯ রান করে আউট হন। কুশল পেরেরা ৬২ ও ওপেনার দিমুথ করুনারাত্নে করেন ৮৮। এছাড়া আর কেউই উইকেটে থিতু হতে পারেননি। লেগস্পিনার গ্রায়েম ক্রেমার একাই নেন ৪টি উইকেট। পেসার কার্ল মুম্বা ৩টি ও একবার করে উইকেট উদযাপন করেন ক্রিস এমপোফু ও ডোনাল্ড তিরিপানো।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের ইনজুরির কারণে প্রথমবারের অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন হেরাথ। ১৫২ রান খরচায় ১৩টি উইকেট লাভ করেন। টেস্ট ক্রিকেটে এ নিয়ে সাতবারের মতো দশ উইকেটের অভিজাত ক্লাবে নাম লিখিয়েছেন। সিরিজে তার উইকেটসংখ্যা দাঁড়ালো ১৯টিতে।

প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েই অনন্য রেকর্ড স্পর্শ করেন হেরাথ।  ডেল স্টেইন ও স্বদেশী কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের পাশে নাম লেখান। টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে টেস্ট খেলুড়ে ৯টি দেশের বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন ৩৮ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার।

ক্যারিয়ারের ৭৫তম টেস্টের দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেটের ঘরে পা রাখেন। এ নিয়ে ২৮ বার এমন কীর্তির সাক্ষর রাখেন হেরাথ। এ তালিকায় ইয়ান বোথাম টপকে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি।

সর্বোচ্চ ৬৭ বার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন মুরালিধরন। তার ধারেকাছেও কেউ নেই। শীর্ষ পাঁচের বাকি চারজন যথাক্রমে শেন ওয়ার্ন (৩৭), রিচার্ড হ্যাডলি (৩৬), অনিল কুম্বলে (৩৫), গ্লেন ম্যাকগ্রা (২৯)।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।