ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্যামির সঙ্গে সময়টা ভালোই কাটছে সাব্বিরদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
স্যামির সঙ্গে সময়টা ভালোই কাটছে সাব্বিরদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাইগার অলরাউন্ডার সাব্বির রহমান বিপিএলে যে দলে খেলছেন সেই রাজশাহী কিংসের অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। স্যামি এমনিতেই বেশ মজার মানুষ। মাঠে যেমন, তেমনি মাঠের বাইরেও।

মিরপুর থেকে: টাইগার অলরাউন্ডার সাব্বির রহমান বিপিএলে যে দলে খেলছেন সেই রাজশাহী কিংসের অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। স্যামি এমনিতেই বেশ মজার মানুষ।

মাঠে যেমন, তেমনি মাঠের বাইরেও। যে কোনো পরিস্থিতিতেই হৈ-হুল্লোর করে সময় কাটাতেই বেশি পছন্দ করেন। স্যামির এই উৎফুল্লিত চেহারাটা বেশ ভালো লেগেছে সতীর্থ সাব্বিরের।

টিম হোটেল থেকে শুরু করে অনুশীলন এমনকি মাঠেও বিপিএলের পুরো সময়টি স্যামির সথে বেশ উপভোগ করছেন বলেও জানালেন রাজশাহী কিংসের এই অলরাউন্ডার।
 
‘স্যামি খুব মজার মানুষ-এটা সবাই জানে। আমরা ওর সঙ্গ উপভোগ করছি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অনেক দিন অধিনায়কত্ব করেছে। দুইবার দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছে। মাঠের ভেতরে-বাইরে তিনি অনেক মজার। আমরা অনেক উপভোগ করছি। ’ বৃহস্পতিবার (১০ নভেম্বর) মিরপুর একাডেমিতে অনুশীলন শেষে এভাবেই স্যামির প্রতি মুগ্ধতা প্রকাশ করেন সাব্বির।
তবে স্যামি শুধু মজাই করেন না। সতীর্থদের সঙ্গে ম্যাচের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি শেয়ার করেন, যা দলের অনুপ্রেরণা হিসেবেও কাজ করে বলে বিশ্বাস করেন সাব্বির, ‘একেক জন একেক ভাবে অনুপ্রাণিত হয়। আমি যেভাবে হই সেভাবে সৌরভ (মুমিনুল হক) না। সৌরভ যেভাবে হয় সেভাবে সোহান না। দলনেতা হিসেবে সে অনেক কিছু শেয়ার করছে আমাদের সঙ্গে। তিনি তার মতো করে আমাদের অনুপ্রাণিত করছেন। ’ 
 
বিপিএলের এবারের আসরের শুরুটা ভালো হয়নি স্যামি-সাব্বিরদের। জয়ের খুব কাছে গিয়েও দলটি খুলনা টাইটানসের কাছে হেরে গেছে মাত্র ৩ রানের ব্যবধানে। বড় ব্যবধানে হলে কথা ছিল। এমন ক্লোজ ম্যাচ হেরে কিছুটা হতাশ রাজশাহীর এই টপঅর্ডার ব্যাটসম্যান।      
 
‘৪ বলে ৫ রান, তখন মারার কিছু ছিল না। ব্যাটিংয়ে যারা ছিল তাদের সবারই এক রান করে নেওয়ার সামর্থ্য ছিল। হয়তোবা তারা ভেবেছিল চার বা ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দিবে। এটা ছিল ভুল সিদ্ধান্ত। ’ যোগ করেন সাব্বির।

তবে নিজেদের পরবর্তী ম্যাচগুলোতে এমন ভুলের পুনরাবৃত্তি আর দেখতে চাইছেন না সাব্বির। চাইছেন পরের ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে।
 
১১ নভেম্বর দুপুর আড়াইটায় দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে মোকাবেলা করবে রাজশাহী।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।