ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

আরাফাত সানি: ২.৪-২-০-৩

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরাফাত সানি: ২.৪-২-০-৩ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়েছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। রংপুর রাইডাসের বিপক্ষে মাত্র ৪৪ রানেই গুটিয়ে গেছে খুলনার দলটি। রংপুরের হয়ে অসাধারণ বোলিং করেন পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদি এবং টাইগার স্পিনার আরাফাত সানি।

মিরপুর থেকে: বিপিএলের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়েছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। রংপুর রাইডাসের বিপক্ষে মাত্র ৪৪ রানেই গুটিয়ে গেছে খুলনার দলটি।

রংপুরের হয়ে অসাধারণ বোলিং করেন পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদি এবং টাইগার স্পিনার আরাফাত সানি।

এর আগে এই লজ্জার রেকর্ডটি ছিল বরিশাল বুলসের। বিপিএলের গেল আসরে সিলেট সুপার স্টারসের কাছে দলটি অলআউট হয়েছিল ৫৮ রানে। এবার রংপুর রাইডার্সের কাছে ৪৪ রানে অলআউট হয়ে সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা।

বল হাতে রংপুরকে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তবে, কম যাননি টাইগার স্পিনার আরাফাত সানি।

আফ্রিদি ৩ ওভার বল করে ১২ রান খরচায় তুলে নেন সর্বোচ্চ চারটি উইকেট। আর সানির দখলে যায় তিনটি উইকেট। একটি উইকেট পান সোহাগ গাজী এবং বিদেশি তারকা রিচার্ড গ্লিসন। একদিকে সবার থেকে এগিয়ে সানি।

২.৪ ওভার বল করে কোনো রান না খরচ করেই সানি তুলে নেন তিনটি উইকেট।

সানির শিকারে সাজঘরে ফেরেন আরিফুল হক, জুনায়েদ খান এবং মোহাম্মদ আসগার। আরিফুলকে এলবির ফাঁদে ফেলেন সানি। জুনায়েদ খানকে সৌম্য সরকারের তালুবন্দি করেন তিনি আর মোহাম্মদ আসগারকে বোল্ড করে খুলনার ইনিংস গুটিয়ে দেন সানি।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান রংপুর দলপতি নাঈম ইসলাম। এর আগে দু’দলই নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নেয়। বুধবার (৯ নভেম্বর) স্যামি-সাব্বিরের রাজশাহী কিংসের বিপক্ষে তিন রানের রোমাঞ্চকর জয় পায় খুলনা। দিনের দ্বিতীয় ম্যাচে তামিমের চিটাগং ভাইকিংসের দেয়া ১২৫ রানের সহজ লক্ষ্যটা ৯ উইকেট ও পাঁচ ওভার হাতে রেখেই টপকে যায় রংপুর।

প্রসঙ্গত, আগের সূচিতে গত শুক্রবার (০৪ নভেম্বর) রংপুর-খুলনা ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে উদ্বোধনী দিনসহ পরের দিনের দুই ম্যাচও পরিত্যক্ত হয়। একটি বলও মাঠে গড়ায়নি। পরে ম্যাচ স্থগিত রেখে ৮ নভেম্বর থেকে নতুন সূচিতে টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।