ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

আরাফাত সানি নিজেও জানতেন না!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরাফাত সানি নিজেও জানতেন না! ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইটান্সের বিপক্ষে ২.৪ ওভার বল করে কোন রান না দিয়েই ৩টি উইকেট তুলে নেন আরাফাত সানি। টি-টোয়েন্টি ক্রিকেটে তিন উইকেট পাওয়ার হিসেবে এটি সেরা ইকোনোমি রেট। এর আগে সংক্ষিপ্ত ফরমেটের এই রেকর্ডটি ছিল লংকান বোলার দিনুকা হেত্তিয়ারাচ্চির দখলে। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে ৫ বলে কোন রান না দিয়ে ৩ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।

মিরপুর থেকে: রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইটান্সের বিপক্ষে ২.৪ ওভার বল করে কোন রান না দিয়েই ৩টি উইকেট তুলে নেন আরাফাত সানি। টি-টোয়েন্টি ক্রিকেটে তিন উইকেট পাওয়ার হিসেবে এটি সেরা ইকোনোমি রেট।

এর আগে সংক্ষিপ্ত ফরমেটের এই রেকর্ডটি ছিল লংকান বোলার দিনুকা হেত্তিয়ারাচ্চির দখলে। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে ৫ বলে কোন রান না দিয়ে ৩ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।

এমন অনন্য রেকর্ড সম্পর্কে নিজেও জানতেন না আরাফাত সানি। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের না জানা রেকর্ড সম্পর্কে এমনটিই বললেন টাইগার স্পিনার, ‘ইতিহাসে এটা যে রেকর্ড সেটা আমি নিজেও জানতাম না। আমি ভেবেছিলাম এটা হয়তো আমার সেরা বোলিং ফিগার। তাছাড়া ম্যাচ যখন শুরু হয় তখন আমার এমন কোন পরিকল্পনাও ছিল না। তবে রেকর্ডটি হওয়ার পরে ভালো লাগছে। ’

ইতিহাস সৃষ্টিকারী এই দিনে রংপুরের হয়ে তৃতীয় ওভারে বল হাতে আসেন  সানি। এসে নিজের প্রথম ওভারেই তুলে নেন মেডেন। কিন্তু সেই বিষয়টিও নাকি তার জানা ছিল না। সোহাগ গাজীর থ্রোতে আব্দুল মজিদ রানআউট হলেও সেটি রান হয়েছে বলে ভুল করেছিলেন এই রংপুর বোলার, ‘প্রথম ওভারটি বুঝিওনি যে মেডেন হয়েছে। আব্দুল মজিদের রান আউট দেখে মনে হয়েছে সেটা রান হয়ে গেছে। আর শেষ বলে যেটা দুই রান হয় সেটাও লেগবাই ছিল। বুঝতেই পারিনি যে মেডেন ওভার ছিল। ’

বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন অ্যাকশনে বল করা শুরু করেছেন আরাফাত সানি। তাই এদিন সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয় নতুন অ্যাকশনের সঙ্গে তিনি  কতটুকু মানিয়ে নিতে পেরেছেন। সানির অভিমত, ‘দুইটা ম্যাচ খেলাতে নিজের কাছে বেশ ভালো লাগছে। এর আগে টেনশনে ছিলাম যে অনেক দিন যাব‍ৎ নতুন অ্যাকশনে টি-টোয়েন্টি খেলিনি। তাই দুই ম্যাচে খেলে মনে হলো ভালই হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।