ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভীষণ ইতিবাচক জুনায়েদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
ভীষণ ইতিবাচক জুনায়েদ জুনায়েদ খান (বাঁ থেকে প্রথম)/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

আমরা খুবই ইতিবাচক। শুধু জয়ের কথাই ভাবছি। শেষ ম্যাচ আমরা হেরেছি। তবে আমরা এখনো আশাবাদী। সবাই ইতিবাচকভাবেই ভাবছে।

মিরপুর থেকে: বিপিএলের এবারের আসরের শুরুটা জয় দিয়েই করেছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। রাজশাহী কিংসকে ৩ রানে হারিয়ে তুলে নেয় নিজেদের প্রথম জয়।

যদিও দলটিকে পরের ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৭২ রানে অলআউট হয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে হার মেনে নিতে হয়েছে। তবে দুর্দান্তভাবে ঘুড়ে দাঁড়িয়ে টানা চার জয় তুলে নিয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

কিন্তু, চট্টগ্রাম পর্বের শেষটা ভালো করতে পারেনি টাইটানসরা। রংপুরের কাছেই ৭ উইকেটে হেরে পয়েন্ট খুঁইয়েছে। তবে চট্টগ্রামে নিজেদের শেষটা হার দিয়ে হলেও ঢাকার দ্বিতীয় পর্বের লড়াইটা জয় দিয়েই করতে চাইছেন খুলনার পাক পেসার জুনায়েদ খান। টুর্নামেন্টে যে দুটো ম্যাচে তার দল হেরে গেছে সেই হার থেকেও ইতিবাচক দিকগুলো বের করে নিয়ে চাইছেন বাকি ম্যাচগুলোতে দলের জয়ের রসদ হিসেবে কাজে লাগাতে।

মূলত, হারের কারণগুলো খুঁজে বের করাকেই তিনি অধিক যুক্তিযুক্ত মনে করছেন, ‘আমরা খুবই ইতিবাচক। শুধু জয়ের কথাই ভাবছি। শেষ ম্যাচ আমরা হেরেছি। তবে আমরা এখনো আশাবাদী। সবাই ইতিবাচকভাবেই ভাবছে। ’ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে এসব কথা তুলে ধরে জুনায়েদ।

বিপিএলের এবারের আসরে খুলনার হয়ে বোলিংয়ে বেশ উজ্জ্বল জুনায়েদ খান। ৭ ম্যাচে তার উইকেটে সংখ্যা ১১টি। তবে এখানেই থেমে থাকতে চান না পাকিস্তান পেসার। সামনের ম্যাচগুলোতে তার পারফরম্যান্স আরও ক্ষুরধার করতে চান তিনি, ‘আল্লাহর কাছে শুকরিয়া। আমার পারফরম্যান্সে আমি খুশি। যেমন বল করছি তাতে দলের অন্যান্য খেলোয়াড়রাও খুশি। দুটি ম্যাচ হেরেছি। আমরা এখনও উন্নতি করার চেষ্টায় আছি। ’

শুক্রবার (২৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বিপিএলে ঢাকা দ্বিতীয় পর্বের লড়াই। যেখানে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া ৬টায় বরিশাল বুলসের মুখোমুখি হবে খুলনা টাইটানস।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।