ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বোলিং তোপ চালিয়ে যাবেন শহীদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
বোলিং তোপ চালিয়ে যাবেন শহীদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের এই আসরে বল হাতে বেশ দাপট দেখাচ্ছেন মোহাম্মদ শহীদ। আর দাপুটে বোলিংয়ে ঢাকা ডায়নামাইটসের হয়ে ৭ ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়ে আছেন দ্বিতীয় সেরা উইকেট শিকারি হিসেবে। বল হাতে এমন দাপট বাকি ম্যাচগুলোতেও চালিয়ে যেতে চান ডানহাতি এই পেসার।

মিরপুর থেকে: বিপিএলের এই আসরে বল হাতে বেশ দাপট দেখাচ্ছেন মোহাম্মদ শহীদ। আর দাপুটে বোলিংয়ে ঢাকা ডায়নামাইটসের হয়ে ৭ ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়ে আছেন দ্বিতীয় সেরা উইকেট শিকারি হিসেবে।

বল হাতে এমন দাপট বাকি ম্যাচগুলোতেও চালিয়ে যেতে চান ডানহাতি এই পেসার।
 
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে দলীয় অনুশীলনের আগে নিজের ভবিষ্যত করণীয় নিয়ে এভাবেই মনোভাব ব্যক্ত করেন শহীদ, ‘আগের ম্যাচগুলো যেমন ছিলো আশা করি ওরকমই ভূমিকা রাখতে পারবো। বোলার হিসেবে দলের যারা আছি সবাই টপ বোলার। তো নিজের যেটা সেরা আছে ওটাই দেয়ার চেষ্টা করবো। ’

এসময় নিজের ১৪ উইকেট নিয়ে অনুভূতি জানাতে গিয়ে গণমাধ্যমের সামনে মোহাম্মদ শহীদ জানান, ‘খুব ভালো লাগছে। বাংলাদেশের এত বড় একটা টুর্নামেন্ট, যেটার জন্য আমরা অপেক্ষা করি, সেখানেই আমি ভালো বল করছি। সব ভালোই যাচ্ছে। ’

১৪ উইকেট নিয়ে শহীদের অনুভূতি বেশ চনমনে হলেও তাকে পোড়াচ্ছে তারই দেয়া ডেলিভারি থেকে উঠা আরও চারটি ক্যাচ যা ড্রপ না হলে ১৮ উইকেট নিয়ে শীর্ষ শিকারির তালিকায় উঠে আসতেন এই ডায়নামাইটস বোলার। তিনি যোগ করেন, ‘সাত ম্যাচে ১৮ উইকেট অনেক। চারটা থেকে দুইটা ক্যাচ আসলেও ভালো হতো। একটু আক্ষেপ তো আছেই। এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। সামনের দিকে তাকিয়ে আছি। ’

সবশেষে শহীদ যেটা জানালেন সেটা বেশ চমকপ্রদ। বিপিএলের এবারের আসরে এই ডানহাতি পেসার থলিতে পুড়তে চাইছেন ৩০টি উইকেট! তিনি আরও যোগ করেন, ‘আমার লক্ষ্য আছে এ আসরে ২৫ টা থেকে ৩০টা উইকেট নেয়ার। ’

শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচ দিয়ে ঢাকার দ্বিতীয় পর্বের বিপিএল শুরু করবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।