ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদিকে ছাড়া তিন ম্যাচ খেলতে হবে রংপুরকে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আফ্রিদিকে ছাড়া তিন ম্যাচ খেলতে হবে রংপুরকে! ছবি: সংগৃহীত

নিজের নামের স্টেডিয়াম উদ্বোধন করলেন পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টির দলপতি শহীদ আফ্রিদি। পাকিস্তানি সিনিয়র এই অলরাউন্ডার বর্তমানে বিপিএলের চতুর্থ আসরে খেলছেন রংপুর রাইডার্সের হয়ে।

ঢাকা: নিজের নামের স্টেডিয়াম উদ্বোধন করলেন পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টির দলপতি শহীদ আফ্রিদি। পাকিস্তানি সিনিয়র এই অলরাউন্ডার বর্তমানে বিপিএলের চতুর্থ আসরে খেলছেন রংপুর রাইডার্সের হয়ে।

বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে আগামীকাল থেকে থেকে শুরু হচ্ছে ঢাকা পর্ব। এরই মাঝে ছুটি নিয়ে নিজ দেশ পাকিস্তানে গিয়েছেন আফ্রিদি।

আগামী ২৯ নভেম্বর রংপুর রাইডার্স শিবিরে যোগ দেয়ার কথা রয়েছে আফ্রিদির। এরমধ্যে আফ্রিদিকে ছাড়া তিনটি ম্যাচে মাঠে নামতে হচ্ছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটিকে। সাত দলের পয়েন্ট টেবিলে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স।

নিজের নামে স্টেডিয়ামের উদ্বোধন করা প্রসঙ্গে আফ্রিদি জানান, ‘পাকিস্তান আর্মি প্রধান জেনারেল রাহিল শরিফের সঙ্গে খাইবার প্রদেশে আমার নামে স্টেডিয়াম উদ্বোধন করার সুযোগ পেয়ে আমি গর্বিত। এটা আমার জন্য বিরাট সম্মানের যে পাকিস্তানের নায়ক এবং আমার নায়কের সঙ্গে আমি স্টেডিয়ামটি উদ্বোধন করেছি। ’

২৯ নভেম্বরের আগে পর্যন্ত তিনটি ম্যাচ আছে রংপুরের। ফলে, আগামী তিন ম্যাচে আফ্রিদিকে ছাড়া খেলতে হচ্ছে সৌম্য সরকার-নাঈম ইসলামের দলটিকে। ২৫ নভেম্বর রাজশাহী, ২৭ নভেম্বর চিটাগং আর ২৮ নভেম্বর আবারো রাজশাহীর মুখোমুখি হবে আফ্রিদিহীন রংপুর।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।