ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিবের মুখোমুখি মাশরাফি, খুলনার প্রতিপক্ষ রাজশাহী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
সাকিবের মুখোমুখি মাশরাফি, খুলনার প্রতিপক্ষ রাজশাহী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচে আজ লড়বে চারটি দল। দিনের প্রথম ম্যাচে লড়বে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। অপর ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানস এবং ড্যারেন স্যামির রাজশাহী কিংস।

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচে আজ লড়বে চারটি দল। দিনের প্রথম ম্যাচে লড়বে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

অপর ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানস এবং ড্যারেন স্যামির রাজশাহী কিংস।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর একটায় মাশরাফির মুখোমুখি হবেন সাকিব। আর সন্ধ্যা পৌনে ছয়টায় মাহমুদুল্লাহর বিপক্ষে থাকবেন ড্যারেন স্যামি।

চিটাগং পর্ব শেষে ঢাকায় বিপিএলের শেষ পর্বে প্রথম মাঠে নামছে কুমিল্লা-ঢাকা। তবে, ঢাকার শেষ পর্বে প্রথম দিনই মাঠে নেমেছিল খুলনা-রাজশাহী। দুটি দলই নিজেদের ম্যাচগুলোতে জিতেছে। খুলনা ৬ উইকেটে হারিয়েছে মুশফিকের বরিশালকে। আর স্যামির রাজশাহী ১২ রানে হারিয়েছে রংপুর রাইডার্সকে।

পয়েন্ট টেবিলের দিকে তাকালে শীর্ষে থেকেই মাঠে নামবে খুলনা। ৮ ম্যাচ খেলে দলটির সংগ্রহ সর্বোচ্চ ১২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রংপুর ১০ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। ৭ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সাকিবের ঢাকা। ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে তামিমের চিটাগং। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাজশাহীর অবস্থান পাঁচ নম্বরে। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মুশফিকের বরিশাল অবস্থান করছে ছয় নম্বরে। আর ৭ ম্যাচের একটিতে জয় নিয়ে ২ পয়েন্ট পাওয়া মাশরাফির কুমিল্লার অবস্থান টেবিলের তলানীতে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।