মিরপুর থেকে: বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলছেন শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। দু’জনই শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিয়েছেন লম্বা সময় ধরে।
দলে দুই গ্রেট ক্রিকেটার থাকায় নেতৃত্ব দেওয়া সহজ হচ্ছে সাকিবের জন্য। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩২ রানের জয়ের পর ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘অবশ্যই ভালো একটা অভিজ্ঞতা যেহেতু মাহেলা ও কুমার জানিনা ৮-১০ বছর হয়তো অধিনায়কত্বই করেছে। অনেক কিছু শেখার আছে বিভিন্ন পরিস্থিতিতে। ওদের মতো প্লেয়াররা মাঠে থাকলে অবশ্যই হেল্প হয়। ’
‘অনেক সময় অনেক সহজ আবার অনেক কঠিন। সবাই আইডিয়া দিতে থাকলে কনফিউজড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এক দিক থেকে যখন আইডিয়া থাকেন ওদের মাথা থেকে খুব ভালো ভালো আইডিয়া আসে। ’-যোগ করেন সাকিব।
এবারের বিপিএলে নিজের দল ঢাকা ডায়নামাইটসকে শক্তিশালী ভাবছেন সাকিব। তবে তামিম ইকবালের চিটাগং ভাইকিংসকে সবচেয়ে শক্তিশালী মনে করছেন এ ক্রিকেটার।
খুলনার পারফরম্যান্স আকৃষ্ট করেছে সাকিবকে। সেই দুর্দান্ত স্পিন আক্রমণের জন্য রংপুরকেও এগিয়ে রাখছেন, ‘আমাদের টিমে অনেক ভালো প্লেয়ার আছে। সবাই যদি সবার খেলাটা খেলতে পারে আমাদের বিট করাটা কঠিন। কয়েকটা টিম আছে খুব স্ট্রং। খুলনা ভালো করছে। কিন্তু আমার কাছে মনে হয় চিটাগং বেস্ট টিম এই বিপিএলে। কোয়ালিটি ফরেনার ওদের আছে। টি-টোয়েন্টি স্পেশালিস্ট সবাই। এই দুইটা টিম খুব ভালো। রংপুরের স্পিন অ্যাটাক খুব ভালো। ’
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস