ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিংয়ে ছাড়পত্র পেলেন হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
বোলিংয়ে ছাড়পত্র পেলেন হাফিজ ছবি:সংগৃহীত

আইসিসি কতৃক আন্তর্জাতিক ক্রিকেটে আবারও বল করার ছাড়পত্র পেলেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। গত ১৭ নভেম্বর ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে বোলিং পরিক্ষা দেন হাফিজ। যেখানে তার প্রতিটি অফস্পিনে হাতের কনুই ১৫ ডিগ্রির নিচেই ভাঙা হয় বলে প্রমাণ হয়।

ঢাকা: আইসিসি কতৃক আন্তর্জাতিক ক্রিকেটে আবারও বল করার ছাড়পত্র পেলেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। গত ১৭ নভেম্বর ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে বোলিং পরিক্ষা দেন হাফিজ।

যেখানে তার প্রতিটি অফস্পিনে হাতের কনুই ১৫ ডিগ্রির নিচেই ভাঙা হয় বলে প্রমাণ হয়।

গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বোলিংয়ে প্রথমবার প্রশ্নবিদ্ধ হন হাফিজ। পরে আইসিসি তাকে এক বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ করে। কিন্তু পাকিস্তান সুপার লিগে তিনি নিয়মিত বোলিং করেছেন। তবে পরবর্তীতে তিনি আবারও প্রশ্নবিদ্ধ হন।

৩৬ বছর বয়সী হাফিজ সর্বশেষ ইংল্যান্ড সফরে এজবাস্টনে তৃতীয় টেস্ট খেলেছিলেন। এর পর তিনি ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আর সুযোগ পাননি। আর দলের আগামী অস্ট্রেলিয়া সফরেও তাকে রাখা হয়নি।

পাকিস্তান দলের অভিজ্ঞ ব্যাটসম্যানের পাশাপাশি বোলিংয়ে দারুণ করতেন হাফিজ। ৫০ টেস্টে তিনি ৫২ উইকেট নিয়েছেন। ১৭৭ ওয়ানডেতে তার ঝুলিতে রয়েছে ১২৯টি উইকেট। আর ৭৭টি টি-টোয়েন্টিতে পেয়েছেন ৪৬ উইকেট।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।