ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পরিস্থিতি বুঝেই ওভাবে খেলেছেন স্যামি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
পরিস্থিতি বুঝেই ওভাবে খেলেছেন স্যামি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা রাজশাহীর শুরুটা হয় বিপর্যয় দিয়ে। ভাইকিংসদের বোলিং তোপে ৫৭ রানেই নেই ৬ উইকেট। ওভার চলছে ১১টি, প্রয়োজন আরও ৮৬ রান।

মিরপুর থেকে: চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা রাজশাহীর শুরুটা হয় বিপর্যয় দিয়ে। ভাইকিংসদের বোলিং তোপে ৫৭ রানেই নেই ৬ উইকেট।

ওভার চলছে ১১টি, প্রয়োজন আরও ৮৬ রান। দলের এমন নাজুক অবস্থায় ব্যাট হাতে আসেন রাজশাহী কিংস অধিনায়ক ড্যারেন স্যামি। উইকেটে এসেই বেশ সন্তর্পণে মিরাজকে নিয়ে শুরু করেন ব্যাটিং।
 
সপ্তম উইকেটে স্যামি-মিরাজের দায়িত্বশীল ব্যাটিং দেখে মনে হচ্ছিল এই দুজনই বুঝি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেবেন। কিন্তু হঠাৎই পা হরকালেন মিরাজ। ব্যক্তিগত ১০ রানে ফিরলেন রান আউট হয়ে। কিছুটা মন্থর হয়ে আসে রাজশাহীর রানের চাকা। সেট ব্যাটসম্যান আউট হলে যা হয় আর কি!
 
তবে অষ্টম উইকেটে স্যামির সঙ্গে বেশ দ্রুতই মানিয়ে নিলেন ফরহাদ রেজা। উইকেটের একপ্রান্ত থেকে স্যামি বাউন্ডারি মারলেন আর ফরহাদ রেজা তাকে সঙ্গ দিলেন। ৭ চার ও ২ ছয়ে স্যামি ২৭ বলে খেললেন ৫৫ রানের এক ম্যাচ উইনিং ইনিংস। ফরহাদও খেললেন ১১ বলে ১৯ রানের কার্যকর এক ইনিংস। অষ্টম উইকেটে এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে ৯ বল হাতে রেখে ৩ উইকেটের জয়ে রাজশাহী চলে যায় বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে।

জয়ের জন্য ঠিক এমন ব্যাটিংয়ের কথাই ভেবেছিলেন অধিনায়ক স্যামি, ‘রান রেটের দিকে তাকিয়ে বুঝলাম জিততে হলে আমাদের একটি বা দুটি বড় রানের ওভার খেললেই চলবে। ফ্রাঙ্কলিন আউট হয়ে গেল। যাওয়ার সময় আমাকে বলে গেল তুমি হাত খুলে খেল। ওর কথাই মনে হয় আমাকে বদলে দেয়। আমি রক্ষণাত্মক না খেলে খেললাম আক্রমনাত্মক। আর সেটাই আমাদের দলের একটি ভিন্ন চিত্র এনে দেয়। ’

দলের এমন ভঙ্গুর পরিস্থিতির পরেও এমন জয়, নিশ্চয়ই সহজ নয়। এজন্য নিজের ওপরেও রাখতে হয় অগাধ বিশ্বাস। স্যামি জানান, ‘আমি শুধু একটি কথাই বলবো, শেষ দেখে ছাড়ো। মরার আগেই মরে যেওনা। আমি যতক্ষণ ব্যাটিংয়ে থাকি চেষ্টা করি ম্যাচের শেষ বলটি পর্যন্ত খেলতে। এটা কোন ব্যাপার না প্রতিপক্ষ কত রান করেছে। ওভারে যদি ১০ বা ১৫ রানও লাগে সেটাও আমি করতে চেষ্টা করি। ’

বুধবার (৭ ডিসেম্বর) বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহীর মোকাবেলা করবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ৬ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।