ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়া সিরিজে ছিটকে গেলেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
প্রোটিয়া সিরিজে ছিটকে গেলেন মালিঙ্গা লাসিথ মালিঙ্গা-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ছিটকে গেলেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। দীর্ঘ ইনজুরি থেকে ফেরা এই সিরিজে খেলার কথা ছিল ডানহাতি এ বোলারের। তবে ডেঙ্গু ভাইরাসের কারণে তা আর হয়নি। এমনটি নিশ্চিত করেছে টিম ম্যানেজম্যান্ট।

গত বছর টি-২০ বিশ্বকাপ ও আইপিএল থেকে হাড়ের সমস্যার কারণে নিজেকে প্রত্যাহার করে নেন মালিঙ্গা। তবে গত সেপ্টেম্বরই নেট বোলিং ফেরেন।

আর নিজেকে ফিট রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে যান।

ক্রিসমাস থেকেই অসুস্থ হতে থাকেন মালিঙ্গা। তাই এই সিরিজে নাম থাকলেও শেষ পর্যন্ত ছিটকে যান। এই দলটিই আগামী ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। সেই দলে ফিরতে পারেন এই ইয়র্কার মাস্টার।

মালিঙ্গা ইনজুরিতে পড়লেও দলে ফাস্ট বোলার হিসেবে রয়েছেন নুয়ান কুলাসেকারা, নুয়ান প্রদিপ, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, ধাশমান্থা চামিরা ও লাহিরু গামাগে। আগামী ২০ জানুয়ারি সেঞ্চুরিয়ানে প্রথম টি-২০ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।