ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

গাঙ্গুলিকে হত্যার হুমকি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
গাঙ্গুলিকে হত্যার হুমকি সৌরভ গাঙ্গুলি/ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতের সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, ইংল্যান্ড সফরে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলেন। সে স্মৃতি এখনো ভুলতে পারেননি। এবার সত্যিই তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

ইংল্যান্ড সফরে এক মাতাল গাঙ্গুলির কপালে বন্দুক তাক করেছিল। সে যাত্রায় তিনি বেঁচে ফেরেন।

এবার চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে বর্তমান সিএবি প্রেসিডেন্ট গাঙ্গুলিকে।  

প্রিন্স অব ক্যালকাটাকে হত্যার হুমকি দিয়ে তার কাছে কে বা কারা একটি চিঠি পাঠিয়েছে। ডাক বিভাগের মাধ্যমে গত ৭ জানুয়ারি হত্যার হুমকি পাওয়া ওই চিঠি হাতে পেয়েছেন সৌরভ। আগামী ১৯ জানুয়ারি মেদিনীপুর সফরে যাওয়ার কথা বিসিসিআইয়ের সম্ভাব্য সভাপতি পদে এগিয়ে থাকা গাঙ্গুলির। তার আগে সেই চিঠিতে বলা হয়েছে, ‘মেদিনীপুরে এলে আপনি জীবন নিয়ে ফিরতে পারবেন না। ’

চিঠির প্রসঙ্গে গাঙ্গুলি ভারতীয় গণমাধ্যমকে জানান, ‘এ রকম একটি চিঠি পেয়েছি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব কিছু জানিয়েছি। এখনও ঠিক করিনি মেদিনীপুর সফরে যাব কি না। কলকাতার পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারকেও বিষয়টি জানিয়েছি। দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি তদন্ত করে দেখছেন। ’

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।