ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পেসারদের স্বর্গে হতে পারে তাসকিনের অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
পেসারদের স্বর্গে হতে পারে তাসকিনের অভিষেক তাসকিন আহমেদ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

টাইগার পেসার তাসকিন আহমেদের অভিষেক ওয়েলিংটনে হবে, নাকি ক্রাইস্টচার্চে, সেটি এখনো আনুষ্ঠিক ঘোষণার অপেক্ষায়। এদিকে, প্রথম টেস্টের ভেন্যু ওয়েলিংটন হতে যাচ্ছে ফাস্ট বোলারদের স্বর্গ। সব ঠিকঠাক থাকলে তাসকিনের অভিষেকটা ওয়েলিংটনের প্রথম টেস্টেই হতে যাচ্ছে।

নিউজিল্যান্ডের সবচেয়ে পুরোনো টেস্ট ভেন্যু হিসেবে পরিচিত বেসিন রিজার্ভের এই উইকেট ২৩টি ওয়ানডে ও ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা তাসকিনকেও দুর্দান্ত এক অভিষেকের স্বপ্ন দেখাচ্ছে।

ম্যাচের একদিন আগে সংবাদমাধ্যমে ২১ বছর বয়সী তাসকিন জানান, ‘ওয়েলিংটনের মতো উইকেটে বোলাররা দারুণ কিছু করতে পারবে।

সবুজ এই উইকেট পেসারদের জন্য বিশেষ কিছু। আমারও বেশ ভালো লাগছে। এই উইকেটে বোলিংটা উপভোগই করব। এখানে আমার টেস্ট অভিষেক হলে একটা স্বপ্ন পূরণ হবে। ’ 

কিউই পেসারদের সঙ্গে বাংলাদেশের পেসারদের তুলনা করা বোকামি। টাইগারদের সাদা পোশাকে নতুন করে যোগ হতে চলেছেন ভয় ডরহীন তাসকিন। টেস্টে এখনও অনভিজ্ঞ এই পেসার মানেন বিষয়টি। সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে বল করা আমাদের জন্য কঠিন। আমাদের যথেষ্ট ভালোমানের বোলার আছে। আমরা এই বোলারদের নিয়ে এর আগেও ভালো করেছি। নিজেদের সেরাটা দিতে চাই আমরা। আর প্রথম টেস্ট খেলব, সৌভাগ্যবানই মনে হচ্ছে। কারণ, আমার টেস্ট খেলাটাই তো সৌভাগ্যের ব্যাপার। টেস্টে সুযোগ পেতে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। বিসিবি থেকে শুরু করে দলের কোচিং স্টাফরা সবাই অনেক সাহায্য করেছেন। আমার জন্য আলাদা প্রোগ্রাম পর্যন্ত করা হয়েছে। সেগুলো অনুসরণ করে বোলিং করার সক্ষমতা অনেক বাড়িয়েছি। ’

বাংলাদেশের বোলিং আক্রমণকে খাটো করে দেখা ঠিক হবে না জানিয়ে টাইগারদের দ্রুতগতির এই পেসার যোগ করেন, ‘আমাদের পেস আক্রমণ কিন্তু ফেলনা নয়। সবুজ পিচে বল করতে আমাদের পেসাররা মুখিয়ে আছে। অভিজ্ঞতায় ঘাটতি থাকলেও মেধায় ঘাটতি নেই আমাদের। কিউই পেসারদের সবার একদিন অভিষেক হয়েছে। তারাও একদিন অনভিজ্ঞ অবস্থায়ই শুরু করেছিল। নিজেদের সেরাটা দিতে পারলে ওদের আমরা চেপে ধরতে পারবো। আমাদের বিশ্বাস, এই বোলিং-শক্তি নিয়ে আমরা ভালো কিছুই করব। তা আগেও প্রমাণ করেছি। আমি মাঠে শতভাগ দিয়ে বল করার চেষ্টা করব। ’

আগামী ১২ জানুয়ারি ওয়েলিংটনে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।