ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জেল হতে পারে ওয়াসিম আকরামের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
জেল হতে পারে ওয়াসিম আকরামের ওয়াসিম আকরাম-ছবি:সংগৃহীত

পাকিস্তানের গ্রেট তারকা ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে করাচির সেশন কোর্ট। কারণ তারই দায়ের করা একটি মামলায় তিনি ৩১টি শুনানিতে অনুপস্থিত ছিলেন। তবে এই গ্রেফতারি পরোয়ানাটি জামিন যোগ্য।

গত বছর সুলতান অব সুইং করাচিতে একটি মামলা করেন। যেখানে এক অবসরপ্রাপ্ত মেজরের সঙ্গে তার রাস্তায় গাড়ি দুর্ঘটনা ঘটে।

জাতীয় স্টেডিয়াম থেকে ফেরার সময় রাস্তায় এমনটি হয়। পরে সেই মেজর নেমে ব্যক্তিগত পিস্তল দিয়ে আকরামকে হুমকি দেয়।

তবে একটি সূত্রে জানা যায়, মামলা করা কিছুদিন পর দুই পক্ষের সাহায্যে ব্যাপারটি থানার বাইরেই চুকে যায়। কিন্তু তিনি আর মামলাটি প্রত্যাহার করেননি। তাই কোর্টও ছাড়ছেন না তাকে।

এদিকে আগামী ১৭ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। কিন্তু এ সময় আকরাম তার পরিবার সহ অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। যেখানে আবার পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজে কাজ করছেন। তাই একরকম বিপাকে পড়েছেন সাবেক এই অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।