পন্টিং অজিদের আসন্ন সিরিজ প্রসঙ্গে বলতে গিয়ে সংবাদমাধ্যমে জানান, ‘আমি মনে করি ভারত সফরটি অস্ট্রেলিয়ার জন্য বেশ কঠিন একটি সফর হবে। প্রতিটি দল সেখানে গিয়ে ধুঁকতে থাকে।
পন্টিং আরও যোগ করে বলেন, ‘উপমহাদেশের উইকেট গুলো তাদের জন্যই শ্রেয়। লক্ষ্য করে দেখবেন শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়াকে ধুঁকতে হয়েছে। ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল অজিরা। বর্তমানে ভারত এক নম্বর দল। তাদের মাটিতে আরও ধুঁকতে হবে ছেলেদের। ’
সাদা পোশাকে মোটেই স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। লঙ্কানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ এ সিরিজ হেরেছিল। আসন্ন ভারত সিরিজে সিরিজ জয় না করতে পারলেও অজি স্কোয়াড এই সফর থেকে বেশ অভিজ্ঞতা অর্জন করতে পারবে বলে মনে করেন পন্টিং।
আগামী ২৩ ফেব্রুয়ারি পুনেতে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে অজিরা। ০৪ মার্চ বেঙ্গালুরুতে দ্বিতীয় ম্যাচ খেলে আগামী ১৬ মার্চ তৃতীয় টেস্টে রাঁচিতে মুখোমুখি হবে দুই দল। সফরের শেষ ম্যাচটি আগামী ২৫ মার্চ, ধর্মশালায়।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৭
এমআরপি