বাছাইপর্বে অংশ নিতে আগামী ৩ ফেব্রুয়ারি দেশ ছাড়বে রুমানা-জাহানারা-সালমারা। হাতে সময় মাত্র সপ্তাহখানেক।
বাছাইপর্বের বাধা টপকে জুন-জুলাইয়ে ইংল্যান্ড বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী নারী দলের ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা সিরিজে ফলাফল ভালো না হলেও ভুল থেকে শিখে বাছাইপর্বে দুর্দান্ত ক্রিকেট খেলতে চায় রুমানা আহমেদের দল।
ফেব্রুয়ারিতে কলম্বোর পি সারা স্টেডিয়ামে প্রথম ম্যাচেই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে লড়তে হবে রুমানা-জাহানারা-সালমাদের। গ্রুপের অপর তিন দল-দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। অপর গ্রুপে ভারত, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও থাইল্যান্ড।
প্রতিটি দল গ্রুপের সবার সঙ্গে একবার করে খেলার সুযোগ পাবে। সেখান থেকে দুই গ্রুপের সেরা তিনটি করে দল নিয়ে হবে সুপার সিক্স। যেখানে প্রতিটি দল অন্য গ্রুপের তিন দলের মুখোমুখি হবে। সেরা দুই দল খেলবে ফাইনালে। আর সেরা ৪ দল পাবে ইংল্যান্ডে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের টিকিট।
আট দলের আসরে চার দল নিশ্চিত হয়ে গেছে আগেই। চ্যাম্পিয়নশিপ তালিকায় শীর্ষ স্থান নিয়ে বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৭
এসকে/এমআরপি