ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রথম বিভাগে ফারুকের ৭ উইকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
প্রথম বিভাগে ফারুকের ৭ উইকেট ছবি: সংগৃহীত

কয়েকদিন আগে মিরপুরে ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাবের পেসার অনিল বাবু ৮ উইকেট তুলে প্রথম বিভাগ ক্রিকেট লিগে অনন্য কীর্তি স্থাপন করেন। এবার বিকেএসপির মাঠে শেখ জামাল ক্রিকেটার্সের স্পিনার উমর ফারুক তুললেন ৭ উইকেট।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেএসপির ৩ নম্বর মাঠে কাকরাইল বয়েজের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান ফারুক। শেষের দুটি উইকেটও নেন এ বোলার।

ফারুকের ঘূর্ণিতে ২৫ ওভার খেলে ১৬৫ রানে অলআউট হয় টস জিতে আগে ব্যাট করা কাকরাইল বয়েজ। ৭ উইকেট তুলে নিতে ১০ ওভারে ৪৪ রান খরচ করেন ফারুক।

সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শেখ জামাল। উমর ফারুক রাফিন করেন সর্বোচ্চ ৮১ রান।

সর্বোচ্চ তিনটি উইকেট নেন টিপু সুলতান।

এদিকে দিনের অপর ম্যাচগুলোতে অগ্রনী ব্যাংক, উদয়াচল, বাংলাদেশ বয়েজ ও রুপগঞ্জ টাইগার্স জয় পেয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৭
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।