ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাবা হারালেন ভারতের পেসার মোহাম্মদ শামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
বাবা হারালেন ভারতের পেসার মোহাম্মদ শামি ছবি: সংগৃহীত

বাবা হারালেন ভারতের পেসার মোহাম্মদ শামি। গত ০৫ জানুয়ারি থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শামির বাবা তৌসিফ আলি।

ডানহাতি পেসার শামি ইনজুরির কারণে বেশ কিছু দিন ভারতীয় দলের বাইরে ছিলেন। চোট কাটিয়ে জাতীয় দলে ফেরা এই পেসার ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলের সঙ্গে ছিলেন।

বাবার মৃত্যুর খবর পেয়ে নাগপুর থেকে তার বাড়ি উত্তরপ্রদেশের আমরোহার জন্য বিমান ধরেন ভারতীয় দলের এই ডানহাতি পেসার।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।