ফাস্ট বোলার কুমারা ও সঞ্জয় টেস্ট দলে ছিলেন। যেখানে কুমারা দ্বিতীয় ও তৃতীয় টেস্ট খেলেছিলেন।
ফলে এই দলে লঙ্কানরা চারজনকে নতুন মুখ হিসেবে নিল। যেখানে আছেন অলরাউন্ডার লাহিরু মাদুসহানকা ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান সানদান উইরাকোদোয়।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। পোর্ট এলিজাবেথে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা ওয়ানডে দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া সিলভা, নিরোশান দিকওলা, সানদান উইরাকোদোয়, কুশল মেন্ডিস, অ্যাসেলা গুনারত্নে, চাতুরাঙ্গা ডি সিলভা, সাচিথ পাথিরানা, জেফরি ভ্যান্ডারসে, লাকসান সানদাকান, লাহিরু মাদুসহানকা, নুয়ান কুলাসেকারা, লাহিরু কুমারা, সুরাঙ্গা লাকমল, ভিকুম সঞ্জয়।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৭
এমএমএস