ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান ওডিআই দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
লঙ্কান ওডিআই দলে তিন পরিবর্তন ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শেষ মুহূর্তে এসে তিনটি পরিবর্তন করলো শ্রীলঙ্কা। ১৬ সদস্যের ঘোষিত দলে লাহিরু ‍কুমারা, জেফরি ভ্যান্ডারসে ও ভিকুম সঞ্জয়কে দলে নেওয়া হয়েছে। যেখানে বাদ দেওয়া হয়েছে ইসুরু উদানা, থিকশিলা ডি সিলভা ও সেকেগু প্রসন্নকে।

ফাস্ট বোলার কুমারা ও সঞ্জয় টেস্ট দলে ছিলেন। যেখানে কুমারা দ্বিতীয় ও তৃতীয় টেস্ট খেলেছিলেন।

প্রসন্নর পরিবর্তে ভ্যান্ডারসেকে নেওয়া হয়েছে লেগস্পিনার হিসেবে। এদিকে সঞ্জয় ও কুমারা এখনও আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলেনি।

ফলে এই দলে লঙ্কানরা চারজনকে নতুন মুখ হিসেবে নিল। যেখানে আছেন অলরাউন্ডার লাহিরু মাদুসহানকা ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান সানদান উইরাকোদোয়।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। পোর্ট এলিজাবেথে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ওয়ানডে দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া সিলভা, নিরোশান দিকওলা, সানদান উইরাকোদোয়, কুশল মেন্ডিস, অ্যাসেলা গুনারত্নে, চাতুরাঙ্গা ডি সিলভা, সাচিথ পাথিরানা, জেফরি ভ্যান্ডারসে, লাকসান সানদাকান, লাহিরু মাদুসহানকা, নুয়ান কুলাসেকারা, লাহিরু কুমারা, সুরাঙ্গা লাকমল, ভিকুম সঞ্জয়।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।