ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

নাঈম-শান্তর সেঞ্চুরিতে এগুচ্ছে নর্থ জোন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
নাঈম-শান্তর সেঞ্চুরিতে এগুচ্ছে নর্থ জোন ছবি: সংগৃহীত

চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে স্পিনার সাঞ্জামুল ইসলামের ঘূর্ণি জাদুর পর নর্থ জোনের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন নাঈম ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিন শেষে সেন্ট্রাল জোনের থেকে ২৪১ রান এগিয়ে নর্থ জোন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৮১ রানে অলআউট হয় সেন্ট্রাল জোন। নর্থ জোনের স্পিনার সাঞ্জামুল তুলে নেন ৫ উইকেট।

দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে নাঈম-শান্তর শতকে ভর করে ৬ উইকেট হারিয়ে নর্থ জোন তুলেছে ৪২২ রান।

ক’দিন আগেই এই সেন্ট্রাল জোনের বিপক্ষে সাঞ্জামুল এক ম্যাচে ১২টি উইকেট তুলে নিয়েছিলেন। প্রথম ইনিংসে ৩ উইকেট পেয়েছিলেন। আর দ্বিতীয় ইনিংসে সেন্ট্রাল জোনের ৯ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান। বাকি উইকেটটি ছিল রান আউট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সেন্ট্রাল জোন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। সেন্ট্রাল জোনকে ১৮১ রানে অলআউট করে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে নর্থ জোন তিন উইকেট হারিয়ে তুলেছে ৬৩ রান। ১১৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবে নর্থ জোন।

সেন্ট্রাল জোনের ওপেনার সাইফ হাসান ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে তাইবুর রহমানের ব্যাট থেকে। নর্থ জোনের হয়ে সাঞ্জামুল ৫টি, ফরহাদ রেজা ৩টি এবং আলাউদ্দিন বাবু-নাঈম ইসলাম একটি করে উইকেট লাভ করেন। নাসির হোসেন কোনো উইকেট পাননি।

নর্থ জোনের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করেন দলপতি জহুরুল ইসলাম এবং জুনায়েদ সিদ্দিক। জহুরুল ৩৫ রানে বিদায় নিলেও জুনায়েদ করেন ৪১ রান। ফরহাদ হোসেন ৫ রানে সাজঘরে ফেরেন। ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই ফেরেন সাঞ্জামুল।

নাঈম ইসলাম প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ২১তম শতক হাঁকান। ২৭৫ বলে ১৯টি চার আর একটি ছক্কায় ১৩৩ রানে অপরাজিত থাকেন নাঈম। শান্তর ব্যাট থেকে আসে ১২৩ রান। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে এটি শান্তর তৃতীয় শতক। তার ১৪২ বলের ইনিংসে ছিল ১৮টি বাউন্ডারি।

৮ রানে সাজঘরে ফেরেন নাসির হোসেন। আর ৬৪ রানে অপরাজিত আছেন ধীমান ঘোষ।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।