ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের পাকিস্তানে পাঠানোর অনুরোধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
টাইগারদের পাকিস্তানে পাঠানোর অনুরোধ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে প্রায় নির্বাসিত পাকিস্তান শরণাপন্ন হয়েছে বাংলাদেশের। পাকিস্তানি ও ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হচ্ছে, টাইগারদের পাকিস্তানে পাঠানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবিকে অনুরোধ করেছে।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট আসর পিএসএলের গ্রুপপর্ব আর বাকি ম্যাচ গুলো সংযুক্ত আরব আমিরাতে হলেও ফাইনালটি হবে লাহোরে। ইতোমধ্যে বিদেশি ক্রিকেটাররা পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না বলে জানিয়ে দিয়েছে।

পিসিবির সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, দেশের আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে লাহোরের পিএসএল ফাইনালকেই কাজে লাগাতে চায় পিসিবি। পরিস্থিতি পরখ করতে আগামী ৫ মার্চের ফাইনালে বিসিবিকে নিরাপত্তা প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করেছে তারা।

এদিকে, পাকিস্তানের প্রথম সারির মিডিয়াগুলো ইতোমধ্যেই খবর প্রকাশ করেছে যে, আগামী নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশকে নিয়ে তারা একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চাইছে। আর পিসিবি’র এমন প্রস্তাবে সাড়া দিয়ে বিসিবি নাকি একটি একটি নিরাপত্তা পর্যবেক্ষক দলও লাহোরে পাঠাবে।

পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সরাসরি কোনো নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও কেউ যান তাহলে তিনি আইসিসি’র ডেলিগেটস হিসেবে দেশটিতে যাবেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আরও জানানো হচ্ছে, পিসিবি বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছে লাহোরের ফাইনাল দেখার পর বাংলাদেশের পর্যবেক্ষক দলটি যেন আবারো পাকিস্তান সফরে যায়। সেখানে বাংলাদেশ দল পাঠানো নিরাপদ হবে কি না সে ব্যাপারে খোঁজখরব নিয়ে বিসিবিকে সবুজ সংকেত দেওয়ার ব্যাপারেও অনুরোধ করেছে পিসিবি। ’

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ০২ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।