ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেলেন ডিকভেলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেলেন ডিকভেলা নিরোশান ডিকভেলা-ছবি:সংগৃহীত

বাংলাদেশে বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ফর্মে থাকা শ্রীলঙ্কান উইকেটরক্ষক নিরোশান ডিকভেলা। বাঁ হাতে চিড় ধরায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আর দেখা যাবে না তাকে।

সিরিজের প্রথম ম্যাচ ৯০ রানে জিতে ১-০তে এগিয়ে আছে টাইগাররা।

২৩ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের বদলে ডাক পেয়েছেন অফ স্পিনার দিলরুয়ান পেরেরা।

শ্রীলঙ্কান ম্যানেজার আশঙ্কা গুরুসিঙ্ঘা এ ব্যাপারে জানান, ডিকভেলার ইনজুরি তেমন গুরুতর নয়। সেরে উঠতে দু’সপ্তাহের মতো লাগবে।  আর এজন্য আসন্ন টি-টোয়েন্টির জন্য অনিশ্চিত হয়ে পরেছে তার ফেরা।

প্রথম ওয়ানডেতেও নিষেধাজ্ঞায় ছিলেন ডিকভেলা। শেষ হয়ে যাওয়া অস্ট্রেলিয়া সফরে এ নিষেধাজ্ঞা পান তিনি।

এর আগে দক্ষিণ আফ্রিকার সাথে দুটি হাফ সেঞ্চুরি হাঁকান তিনি যা বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখে সে সিরিজে।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।