পাকিস্তানের সংবাদমাধ্যম এমন খবরই প্রকাশ করছে। আগামী মে মাসে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে চেয়েছিল পাকিস্তান।
বোর্ড প্রেসিডেন্ট শাহরিয়ার খান জানিয়েছেন, ‘আমরা সম্প্রতি বাংলাদেশে দুই বার গিয়েছিলাম। আবারো সফরের বিষয়টি আমরা ভেবে দেখবো। আর বিসিবি যদি পাকিস্তানকে বাংলাদেশ সফরে নিতে চায় আমরা হয়তো তাদের কাছে আর্থিক ক্ষতিপূরণ চাইব। ’
তিনি আরও যোগ করেন, ‘আমরা দুই বোর্ড একসঙ্গে বসবো। আগামী আইসিসি মিটিংয়ের আগে দুবাইয়ে বিসিবির বোর্ড কর্তাদের সঙ্গে বসতে চাই। সম্ভাব্য সফরের বিষয়ে কথা বলবো। এছাড়া, আমাদের আর্থিক ক্ষতির জন্যও তাদের অবগত করব। ওরা আমাদের সঙ্গে ২০১৫ সালে নিরাপত্তার শঙ্কা থাকায় খেলতে আসতে রাজি হয়নি। আমরা অবশ্যই আবারো তাদের পাকিস্তান সফরে আনতে চাই। কিন্তু, বিসিবি দল না পাঠালে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। ’
দুইটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য লাহোরে খেলতে যাওয়ার প্রস্তাব করেছিল পিসিবি। নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে বাংলাদেশের সাথে ম্যাচ খেলা অনেক বড় একটি সুযোগ বলে মনে করছেন পিসিবির কর্মকর্তারা।
২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আইসিসির কোনো মেগা ইভেন্ট বসেনি। যায়নি কোনো টেস্ট ক্রিকেট খেলুড়ে দল। শুধু জিম্বাবুয়ে এবং বাংলাদেশ নারী দল পাকিস্তান সফরে গিয়েছিল। ক’দিন আগে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান সফরের আমন্ত্রণ ক্যারিবীয়রা প্রত্যাখ্যান করে। আয়ারল্যান্ডের সাথে সিরিজ থাকলেও সে সময়ে আবারো পাকিস্তানের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় সফরটি বাতিল করেছিল আইরিশরা।
এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল অনুষ্ঠিত হয় লাহোরে। বিদেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত সেই আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আরব আমিরাতে। শুধু ফাইনালটিই হয়েছিল লাহোরে। তাতে, বড় তারকা বিদেশি ক্রিকেটাররা অংশ নেয়নি। পিএসএলের ফাইনালে আটজন বিদেশি তারকা খেলতে গিয়েছিল পাকিস্তানে। এর মধ্যে বাংলাদেশ থেকে এনামুল হক বিজয়ও খেলেছেন।
আয়োজনটা বেশ ভালোভাবেই শেষ করে পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ডের বিশ্বাস, নিরাপত্তা ইস্যুতে এতোদিন কোনো বড় দল সেখানে সফর না করলেও এখন থেকে বিদেশি দল নিয়মিতই সেখানে খেলতে যাবে। তাই বাংলাদেশকে দুই ম্যাচ টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৭
এমআরপি