ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মেন্ডিসের সেঞ্চুরি, উইকেটের অপেক্ষায় টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
মেন্ডিসের সেঞ্চুরি, উইকেটের অপেক্ষায় টাইগাররা ছবি: সংগৃহীত

ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডেতে ১৮ রানে এক উইকেট হারিয়ে থারাঙ্গা-মেন্ডিস জুটিতে (১১১) ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। থারাঙ্গা বিদায় নিলেও দলকে টেনে নিচ্ছেন তরুণ কুশল মেন্ডিস। ক্যারিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন দিনেশ চান্দিমাল। দলীয় সংগ্রহ ছাড়িয়েছে দুইশ’।

এ রিপোর্ট লেখা অবধি শ্রীলঙ্কার সংগ্রহ ৩৬ ওভার শেষে দুই উইকেটে ২০৯। মেন্ডিস ১০০ ও চান্দিমাল ২৩ রানে ব্যাট করছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে চোখ রাখছে টিম বাংলাদেশ। মঙ্গলবার (২৮ মার্চ) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক থারাঙ্গা।

তৃতীয় ওভারের মাথায় প্রথম ব্রেকথ্রু এনে দেন মাশরাফি বিন মর্তুজা। মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার দানুস্কা গুনাথিলাকা (৯)। এরপর জুটি গড়ে দলের রানের চাকা সচল রাখেন উপুল থারাঙ্গা ও কুশল মেন্ডিস। দু’জন মিলে স্কোরবোর্ডে ১১১ রান তোলেন।

দলীয় ১২৯ রানের ‍মাথায় ‘নো’ বলে সিঙ্গেল নিতে গিয়ে রানআউটের ফাঁদে পড়েন থারাঙ্গা (৬৫)। সরাসরি থ্রোতে সথীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান মাহমুদউল্লাহ রিয়াদ। এটি ছিল থারাঙ্গার ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে।

প্রসঙ্গত, এই মাঠেই প্রথম ওয়ানডেতে (২৫ মার্চ) ৯০ রানের দাপুটে জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে লিড নেয় মাশরাফির দল। ৩২৫ রানের টার্গেটে ২৩৪-এ গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। এর আগে নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট ম্যাচটি জিতে ১-১ সমতায় দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেছিল সফরকারীরা।

বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে, ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে তিনটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। বাদ পড়েছেন সাচিথ পাথিরানা, লক্ষণ সান্দাকান ও লাহিরু কুমারা। পেস শক্তি বাড়াতে দলে ফিরেছেন অভিজ্ঞ নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদীপ।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার কথা থাকলেও হাতের ইনজুরিতে ছিটকে গেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা। তার জায়গায় ডাক পেয়েছেন অফস্পিন অলরাউন্ডার দিলরুয়ান পেরেরা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল: দানুস্কা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), আসিলা গুনারাত্নে, মিলিন্ডা সিরিবর্ধনা, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, নুয়ান কুলাসেকারা, নুয়ান প্রদীপ।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।