ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সীমিত ওভারের সিরিজে আফগান-ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
সীমিত ওভারের সিরিজে আফগান-ক্যারিবীয়রা সীমিত ওভারের সিরিজে আফগান-ক্যারিবীয়রা-ছবি:সংগৃহীত

চলতি বছরের জুনের প্রথম সপ্তাহ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো দ্বি-পাক্ষিক সীমিত ওভারের সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজটিতে থাকবে তিনটি ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি।

জুনের এক তারিখ থেকে শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফির সময়ই দু’দল এই সিরিজটি খেলবে। ক্যারিবীয়রা ২০১৪ সালে বাংলাদেশের পর আর কোনো দ্বি-পাক্ষিক ওডিআই সিরিজ জেতেনি।

ফলে আট দলের অংশগ্রহনে চ্যাম্পিয়নস ট্রফিতেও জায়গা করে নিতে পারেনি।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তিনটি টি-২০ অনুষ্ঠিত হবে। যেখানে ২ জুন থেকে প্রথমটি শুরু হবে। আর সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ওডিআই অনুষ্ঠিত হবে। ৯ জুন প্রথম ওয়ানডে ম্যাচ।

এই সিরিজটি মূলত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিনটি টি-২০ সিরিজ হওয়ার কথা ছিল। আর জিম্বাবুয়ের পর ক্যারিবীয়দের বিপক্ষেই এটা আফগানদের পূর্ণাঙ্গ সিরিজ। এর আগে দু’দল কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। তবে গত বছর টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের একমাত্র ম্যাচে আফগানরা ছয় উইকেটে জয় পায়।

ক্যারিবীয়রা বর্তমানে ওয়ানেডেতে নবমস্থানে রয়েছে। যেখানে পরের অবস্থানটিই আফগানদের। আর চলতি বছরের সেপ্টেম্বরে যদি দলটি আটে উঠতে না পারে তবে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে সরাসরি খেলতে ব্যর্থ হবে।

ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান সূচি:

জুন ২- প্রথম টি-২০
জুন ৩- দ্বিতীয় টি-২০
জুন ৫- তৃতীয় টি-২০

৯ জুন- প্রথম ওয়ানডে
১১ জুন- দ্বিতীয় ওয়ানডে
১৪ জুন- তৃতীয় ওয়ানডে

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।