ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল নাও খেলতে পারেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
আইপিএল নাও খেলতে পারেন মোস্তাফিজ ছবি: সংগৃহীত

২০১৬ সালের প্রায় পুরোটা সময় চোটের কারণে মাঠের বাইরে ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ২০১৫ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের পর প্রায় এক বছর ওয়ানডে খেলেননি বিস্ময় বোলার মোস্তাফিজ। ইনজুরি আর আত্মবিশ্বাসের অভাবে মাঠে নামা হয়নি দীর্ঘ সময়।

গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর দিয়ে ওয়ানডে দলে ফেরেন। শ্রীলঙ্কার বিপক্ষে গেল দুই ওয়ানডেতে ফিজকে ঠিক খুঁজে পাওয়া যায়নি।

দীর্ঘ বিরতির পর মাঠে নামা এই টাইগার পেসার এবার আইপিএলের আসরেও নিজেকে গুটিয়ে রাখতে চাইছেন। চলমান সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে কলম্বোতে অবস্থান করা টাইগাররা ঐচ্ছিক অনুশীলন করেছে। মাশরাফি-সাকিবরা অনুশীলনে না আসলেও মোস্তাফিজ নিয়ে বিশেষ কাজ করেছে বাংলাদেশের কোচিং স্টাফ।

টাইগারদের হয়ে মাত্র ১৩টি ওয়ানডে খেলেছেন মোস্তাফিজ। আর তাতেই লাল-সবুজদের মূল বোলিং ভরসা হয়ে উঠেছেন। আইপিএলের দল হায়দ্রাবাদের স্ট্রাইক বোলারও তিনি। কিন্তু, আইপিএলের দশম আসরে হায়দ্রাবাদের হয়ে মাঠে নাও দেখা যেতে পারে এই অস্ত্রকে। ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মোস্তাফিজ এমনটি জানিয়েছেন।

ভারতীয় ম্যাগাজিন স্পোর্টস স্টারকে ফিজ জানান, ‘এবার আইপিএলের আসরে আমার খেলা নাও হতে পারে। এখনও বোর্ডের অনুমতির অপেক্ষায় আছি। প্রথম দিকের ম্যাচগুলোতেও খেলতে পারব না। জাতীয় দলের খেলা থাকায় পরের দিকের ম্যাচও খেলা হবে না। মাঝে সেখানে খেলতে গেলেও মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফিরতে হবে। তাই এবারের আসরটি খেলতে চাচ্ছি না। ’

এবারের আইপিএল শুরু ৫ এপ্রিল থেকে। প্রথম দিনেই মাঠে নামবে মোস্তাফিজের দল হায়দ্রাবাদ এবং বিরাট কোহলির দল বেঙ্গালুরু। শ্রীলঙ্কায় বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি ম্যাচ ৬ এপ্রিল। প্রথম ম্যাচটি তাই এমনিতেই খেলা হবে না মোস্তাফিজের। আইপিএলের পর শুরু হবে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। টাইগারদের প্রস্তুতি ক্যাম্প হবে ইংল্যান্ডের সাসেক্সে। মে মাসের শুরুর দিকেই তাই দেশ ছাড়বে বাংলাদেশ।

সম্প্রতি ভারতীয় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে টাইগারদের দলপতি মাশরাফি বলেছিলেন, ‘মোস্তাফিজের কাছে আগে দেশ, পরে আইপিএল। যদি ওর কোনো বিশ্রামের দরকার হয়, সেটা আমাদের টিম ম্যানেজমেন্ট ঠিক করবেন। তবে, দেশের জার্সি গায়ে মোস্তাফিজের আগে খেলা উচিৎ। ’

মাশরাফির কথাও তুলে ধরেছেন মোস্তাফিজ। জানিয়েছেন, ‘আমি মাশরাফি ভাইয়ের কথা বিবেচনায় রেখেছি। তিনি পরামর্শ দিয়েছেন দেশের কথা ভেবে আর লম্বা মৌসুমের কথা মাথায় রেখে যেন আমি ফিট থাকার চেষ্টা করি। ’

ভারতের এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের দশম আসরে গত আইপিএল মাতিয়ে আসা মোস্তাফিজকে ছাড়েনি চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ। গতবার ১ কোটি ৪০ লাখ ভারতীয় রুপি দিয়ে মোস্তাফিজকে নিয়েছিল দলটি। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই চমকে দেন বাঁহাতি এই পেসার। দলকে শিরোপা জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।