ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পিসিবির পদে থাকবেন না শাহরিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
পিসিবির পদে থাকবেন না শাহরিয়ার ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন। চলতি বছরের আগস্টে তিনি নিজের পদ ছেড়ে দেবেন বলে জানান।

২০১৪ সালের আগস্টে পিসিবির দায়িত্ব নেন শাহরিয়ার। ৮৩ বছর বয়সী শাহরিয়ার এ বছরের আগস্টে পূর্ণ মেয়াদের তিন বছর অতিক্রম করবেন।

শাহরিয়ার খান জানান, ‘আগামী ১৮ আগস্ট আমি পিসিবির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে চাইছি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। স্বাস্থ্যগত কারণে আমাকে বিশ্রামে থাকতে হচ্ছে। পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের পর আর নতুন করে কোনো ধাপে যেতে চাইছি না। আমি প্রধানমন্ত্রির কাছে লিখিত বক্তব্য তুলে ধরব। আশা করছি তিনি সহজেই তা মেনে নেবেন। ’

গত বছর লন্ডনে হার্ট সার্জারি করেছেন শাহরিয়ার। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি পিসিবির চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন। ২০১৪ সালে নাজাম শেঠির স্থলাভিষিক্ত হন তিনি।

২০১৬ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবেও নিযুক্ত হন শাহরিয়ার খান। গত বছর শ্রীলঙ্কায় এসিসির সভায় সংস্থাটির অষ্টম সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হয়। দু’বছরের জন্য এশিয়ার ক্রিকেটের উন্নয়নের দায়িত্ব পান শাহরিয়ার। বাংলাদেশের পক্ষে ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত আ হ ম মুস্তফা কামাল এই দায়িত্ব পালন করেছিলেন। শাহরিয়ার খানের আগে শ্রীলঙ্কার থিলাঙ্গা সুমাথিপালা ২০১৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এই পদে ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।