ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের অপেক্ষা বাড়ালো কেকেআর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
সাকিবের অপেক্ষা বাড়ালো কেকেআর সাকিবের অপেক্ষা বাড়ালো কেকেআর/ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানের ভক্ত-সমর্থকদের আবারো হতাশ করলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএলের দশম আসরে বিশ্বসেরা অলরাউন্ডারকে টানা পাঁচ ম্যাচেই বসিয়ে রাখলো গৌতম গম্ভীরের দল। কেকেআরের দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক হয়েও একাদশে সুযোগ মিলছে না সাকিবের!

সবশেষ সোমবারের (১৭ এপ্রিল) ম্যাচে দিলি ডেয়ারডেভিলসের মাঠে সাকিবের দলে ফেরার একটা সম্ভাবনা জেগেছিল। কিন্তু, ফিরোজ শাহ কোটলায় টসের পর একাদশে পরিবর্তনের কথা বলতে গিয়ে সাকিবের অপেক্ষাটা দীর্ঘায়িত করেন অধিনায়ক গম্ভীর।

দিল্লির বিপক্ষে একটি পরিবর্তন এনেছে কলকাতা। পেসার ট্রেন্ট বোল্টের পরিবর্তে এসেছেন নাথান কোল্টার নাইল। অন্যদিকে, স্বাগতিক শিবিরে পরিবর্তন দু’টি। শাহবাজ নাদিমের জায়গায় মোহাম্মদ শামি ও কোরি অ্যান্ডারসনের জায়গায় অ্যাঞ্জেলো ম্যাথিউস।

দল ছন্দে থাকায় একাদশে নেই সাকিব। চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে সাকিববিহীন কেকেআর। পয়েন্ট টেবিলে অবস্থান দ্বিতীয়। সুযোগ পেলে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে নিশ্চয়ই ব্যাটে-বলে জ্বলে উঠবেন সাকিব। এমন প্রত্যাশা সবার।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।