ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

না ফেরার দেশে বিসিবি পরিচালক নাজমুল করিম টিংকু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
না ফেরার দেশে বিসিবি পরিচালক নাজমুল করিম টিংকু নাজমুল করিম টিংকু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও কলাবাগান ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক নাজমুল করিম টিংকু ইন্তেকাল করেছন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিসবি সূত্র জানিয়েছে, খাদ্যে বিষক্রিয়া জনিত কারণে দিন কয়েক আগে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। আর অ্যাপোলোতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ক্রীড়ার পাশাপাশি দেশের রাজনীতিতেও সাফল্যের ছাপ রেখেছেন নাজমুল করিম টিংকু। জীবদ্দশায় তিনি কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।