ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দিল্লির বিপক্ষে কী ফিরবেন মোস্তাফিজ?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
দিল্লির বিপক্ষে কী ফিরবেন মোস্তাফিজ? মোস্তাফিজুর রহমান/ছবি: সংগৃহীত

মৌসুম ঘুরতেই মুদ্রার উল্টোপিঠ দেখতে হচ্ছে! আইপিএলের গত আসরে ছিলেন দলের অপরিহার্য সদস্য। শিরোপা জয়ে রাখেন অনবদ্য ভূমিকা। সেই মোস্তাফিজুর রহমানকেই এবার বসিয়ে রাখছে সানরাইজার্স হায়দ্রাবাদ!

শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে বিশ্রাম নিয়ে আইপিএল খেলতে যান মোস্তাফিজ। ততক্ষণে টানা দুই ম্যাচ জিতে ছন্দে হায়দ্রাবাদ।

তাতে কী! ফিরেই একাদশে জায়গা করে নেন বাংলাদেশের বোলিং বিস্ময়। কিন্তু, শুরুটা মোটেও ভালো হয়নি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১২ এপ্রিলের ম্যাচটিতে বল হাতে বেশ খরুচে (২.৪ ওভারে ৩৪) ছিলেন।

এক ম্যাচ খারাপ করাতেই যেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজের ওপর আস্থা হারায় হায়দ্রাবাদ! টানা দুই ম্যাচে রাখা হয় একাদশের বাইরে। সবশেষ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে হোম ম্যাচ দিয়ে জয়ে ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।  

দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে বুধবারের (১৯ এপ্রিল) ম্যাচে মোস্তাফিজকে একাদশে রাখা হবে কি না তা নিশ্চিত নয়। ঘরের মাঠে ম্যাচ বিবেচনায় সম্ভাবনা থাকছে। উইনিং কম্বিনেশন ধরে রাখা না রাখার ওপর সবকিছু নির্ভর করছে। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

গতবার হোম ও অ্যাওয়ে দুই ম্যাচেই হায়দ্রাবাদকে হারিয়েছিল দিল্লি। তারাই একমাত্র টিম যাদেরকে শিরোপা মিশনে হারাতে পারেনি ডেভিড ওয়ার্নারের দল। অবশ্য সব মিলিয়ে দিল্লির বিপক্ষে জয়ের ব্যবধানে (৫-৩) এগিয়ে সানরাইজার্স। এই ভেন্যুতে দু’দলই একে অপরকে একবার করে হারিয়েছে।

পয়েন্ট টেবিলে পাঁচ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সানরাইজার্স। দুই পয়েন্ট পিছিয়ে চার নম্বরে এক ম্যাচ কম খেলা দিল্লি। শীর্ষস্থানধারী কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সংগ্রহ পাঁচ ম্যাচে ৮ (৪ জয় ও ১ হার)। নেট রান রেটে পিছিয়ে থাকায় সমান ম্যাচে সমান পয়েন্টে দুইয়ে মুম্বাই।

সানরাইজার্স একাদশ (সম্ভাব্য): শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ময়েজেস হেনরিকস / কেন উইলিয়ামসন, যুবরাজ সিং, দিপক ‍হুদা, নামান ওঝা (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী / বিপুল শর্মা, সিদ্ধার্থ কাউল, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, আশিস নেহরা / বারিন্দার স্রান / মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।