ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে সম্পন্ন হলো বিসিবি পরিচালকের জানাজা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
মিরপুরে সম্পন্ন হলো বিসিবি পরিচালকের জানাজা মিরপুরে সম্পন্ন হলো বিসিবি পরিচালক নাজমুল করিম টিংকুর জানাজা/ছবি: সংগৃহীত

শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে মিরপুরের একাডেমি মাঠে সম্পন্ন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিংকুর প্রথম জানাজা। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে কলাবাগান মাঠে। এরপর গাজীপুরের কালীগঞ্জে তাকে দাফন করা হবে।

জানাজায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবির বোর্ড পরিচালক, সাবেক-বর্তমান ক্রিকেটার ও মরহুমের পরিবারের সদস্যরা।

...জানাজা শেষে বিসিবির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানান সভাপতি নাজমুল হাসান পাপন।

 আর ক্রিকেটারদের পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানান মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও কামরুল ইসলাম রাব্বি।

শ্রদ্ধা জানানো হয় বিসিবির বিভিন্ন কমিটি ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশেনের পক্ষ থেকেও।

...খাদ্যে বিষক্রিয়ার কারণে মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এ বরেণ্য ক্রীড়া সংগঠক।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ১৯ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।