ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নাড়ির টানে নড়াইলে মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
নাড়ির টানে নড়াইলে মাশরাফি নাড়ির টানে নড়াইলে মাশরাফি/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: বাবা-মায়ের সঙ্গে দেখা করতে মঙ্গলবার (১৮ এপ্রিল) নড়াইলে যান মাশরাফি বিন মর্তুজা। তবে প্রথম দিনে ব্যাপারটি জানাজানি হয়নি। ১৯ এপ্রিল (বুধবার) বিকালেই আবার ঢাকায় ফিরে যাবেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।

মাশরাফি নড়াইলে এসেছেন বিষয়টি জানাজানি হলে বুধবার বিভিন্নস্থান থেকে মাশরাফির ভক্তরা ছুটে আসেন তার সঙ্গে দেখা করতে। এসময় অনেকের সাথে ছবি তোলেন তিনি।

প্রিয় মাশরাফিকে এক নজর দেখতে পেয়ে ও তার সাথে ছবি তুলতে পেরে খুশি সকলে।

...মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন জানান, গত ২ মাস আগে মাশরাফি নড়াইলে এসেছিল। চলতি মাসের ২৭ তারিখে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যাবে মাশরাফিরা। দেশের বাইরে খেলতে যাওয়ার আগে মাত্র কয়েক ঘন্টার জন্য সে নড়াইলে সবার সাথে দেখা করতে এসেছে। তার  জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি নিজের পরিবার নিয়ে বৈশাখের ছুটি কাটাতে খাগড়াছড়ি ঘুরতে গিয়েছিলেন মাশরাফি। সেখান থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত সময় পার করছেন ‘নড়াইল এক্সপ্রেস’।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।