ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জনপ্রিয়তা না থাকায় বাদ ক্রিকেট ইভেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
জনপ্রিয়তা না থাকায় বাদ ক্রিকেট ইভেন্ট জনপ্রিয়তা না থাকায় বাদ ক্রিকেট ইভেন্ট

২০১৮ সালে ইন্দোনেশিয়ায় বসবে এশিয়ান গেমসের ১৮তম আসর। আর এই আসরে থাকছে না ক্রিকেট ইভেন্টটি। ইভেন্ট সংখ্যা ৪৯৩ থেকে কমিয়ে ৪৩১ করা হয়েছে।

২০১৮ এশিয়ান গেমস থেকে ক্রিকেট সহ বাদ পড়েছে ৬২টি ইভেন্ট। ৬২টি ইভেন্ট বাদ পড়লেও অলিম্পিকে রয়েছে এমন ২৮টি ইভেন্ট বাদ দেওয়া হয়নি।

এশিয়ান অলিম্পিক কাউন্সিলের ডিরেক্টর জেনারেল হুসাইন আল-মুসাল্লাম জানান, ‘আমাদের বিশ্বাস এই ইভেন্টগুলো বাদ পড়ায় আসরটি খরচ অনেকাংশে কমে যাবে। সমস্যা থাকা ইভেন্টগুলো না রাখায় আয়োজক ইন্দোনেশিয়া দুঃখ প্রকাশ করছে। মূলত ইন্দোনেশিয়ায় যেসব ইভেন্ট বেশি জনপ্রিয় আমরা সেগুলো নিয়েই আসরটি আয়োজন করতে চাচ্ছি। ’

হুসাইন আল-মুসাল্লাম আরও যোগ করেন, ‘ইন্দোনেশিয়ার আয়োজকরা আমাদের পয়েন্ট অব ভিউ বুঝতে পারায় তাদের ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ অলিম্পিকের ২৮টি ইভেন্ট এশিয়ান গেমসে রাখার জন্য। যদিও সেগুলো ইন্দোনেশিয়ায় খুব একটা জনপ্রিয় নয়। ’

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।