ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘সুযোগ পাওয়া বড় নয়, পারফর্ম করাটাই বড়’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
‘সুযোগ পাওয়া বড় নয়, পারফর্ম করাটাই বড়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আয়ারল্যান্ড সফর ও প্রস্তুতি ম্যাচের ১৮ জনের দলে ফিরেছেন ব্যাটিং অলরাউন্ডার নাসির হোসেন। প্রস্তুতি ক্যাম্পকে সামনে রেখে আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। ১২ মে আয়ারল্যান্ডে নিউজিল্যান্ড ও টাইগারদের নিয়ে শুরু হবে ত্রি-দেশীয় সিরিজ।

নিজের দলে আসা প্রসঙ্গে নাসিরকে প্রশ্ন করা হয়েছিল, ছয় মাস পরে দল ঢুকলেন, কখনো মনে হয়েছিলো যে আরো আগেই সুযোগ পেতে পারতেন?

এমন প্রশ্নের উত্তরে নাসির জানান, ‘এটা আসলে বলা কঠিন। কারণ আমি চেষ্টা করেছি দলে ফেরার জন্য।

যারা আমাকে নির্বাচন করেছেন, তাদেরকে ধন্যবাদ। কারণ তারা আমার প্রতি আস্থা রেখেছেন। আমি সব সময়ই চেষ্টা করেছি পারফর্ম করতে। যখনই যেখানে সুযোগ পেয়েছি পারফর্ম করতে চেয়েছি। এখন সুযোগ পাওয়াই শেষ কথা নয়। আসল কাজ হলো সেখানে গিয়ে পারফর্ম করা। ’

সমর্থকদের আশা এবার নিজের বাকি কাজটুকু সঠিক পথেই করবেন নাসির। টাইগার এই অলরাউন্ডার এটাকে কোনো চাপ মনে করছেন না, ‘এটা কখনো কখনো চাপ তৈরি করে হয়তো। তবে, সঙ্গে অনেক আত্মবিশ্বাসও দেয়। এতে জানা যায় যে মানুষ আমাকে পছন্দ করে, আমার জন্য দোয়া করে। এটা আমার জন্য বড় পাওয়া। সবাই যে আমাকে ভালোবাসে, উঠতে বসতে এর প্রমাণ পাই। সবাই দেখা হলে বলে যে তারা আমার জন্য দোয়া করেন। এটা সত্যিই অনেক বড় পাওয়া। ’

নাসির আরও যোগ করেন, ‘দলের বাইরে থাকলেও অনেক গুলো ম্যাচ খেলেছি। চার দিনের ম্যাচ খেলেছি। ইমার্জিং কাপ খেলেছি। অনুশীলনও করেছি। আমার মনে হয় এখন সেটারই পুরস্কার পাচ্ছি। এখন আত্মবিশ্বাস অনেক ভালো। যখন রান আসে তখন আত্মবিশ্বাস বেড়ে যায়। আমার সেটাই হয়েছে। আর যেটা বললাম, সুযোগ পাওয়াই বড় কথা নয়। ওখানে গিয়ে পারফর্ম করাটাই বড়। ’

ঘোষিত স্কোয়াডে নাসিরের মতো আরও তারকা আছেন যারা একই পজিশনে খেলেন। একাদশে সুযোগ পাওয়ার চ্যালেঞ্জ নিয়ে কী ভাবছেন নাসির? শুনুন তার কণ্ঠেই, ‘সেটা নিয়ে চিন্তা করছি না। আর কারা একই পজিশনে খেলে, সেটা নিয়েও চিন্তা করছি না। আমার মনে হয় সবাই বাংলাদেশ দলে খেলে। বড় কথা হলো সুযোগ এলে ভালো খেলার চেষ্টা করবো। ভালো খেলে দলে জায়গা করে নিতে চাই। ’

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।