ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আজকের ম্যাচেই একাদশে ফিরতে পারেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
আজকের ম্যাচেই একাদশে ফিরতে পারেন সাকিব আইপিএলে সাকিব আল হাসান/ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানের ভক্ত-সমর্থকদের অপেক্ষার অবসান হতে পারে আজই! আইপিএলে টানা পাঁচ ম্যাচ মিস করা বিশ্বসেরা অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) একাদশে ফিরতে পারেন। এবারের আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচের মাথায় আবারো গুজরাট লায়ন্সের মুখোমুখি হচ্ছে গৌতম গম্ভীরের দল।

শুক্রবার (২১ এপ্রিল) কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। সুরেশ রায়নাদের সামনে প্রতিশোধ নেওয়ার চ্যালেঞ্জই বটে।

রাজকোটে অনুষ্ঠিত ৭ এপ্রিলের ম্যাচটিতে ১৮৩ রান করেও অসহায় আত্মসমর্পণ করে গুজরাট। গম্ভীর ও ক্রিস লিনের ঝড়ো ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই ৩১ বল হাতে রেখে চ্যালেঞ্জিং লক্ষ্যটা অনায়াসেই টপকে যায় কেকেআর।

টানা তিন ম্যাচ জিতে দারুণ ছন্দে কলকাতা। পয়েন্ট টেবিলে অবস্থান দ্বিতীয়। পাঁচ ম্যাচে সংগ্রহ ৮ পয়েন্ট (৪ জয় ও ১ হার)। সমান ম্যাচে মাত্র এক জয়ে একেবারে তলানিতে গুজরাট। প্রথম দুই ম্যাচ হারের পর পুনের বিপক্ষে তৃতীয় ম্যাচে জয় পেলেও শেষ দু্’টিতে আবারো ব্যর্থতার বৃত্তে তারা।

এ ম্যাচের মধ্য দিয়ে সাকিবের একাদশে ঢোকার সম্ভাবনা জোরালো। দলের দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক হয়েও সুযোগ পাচ্ছেন না। ইংলিশ পেস অলরাউন্ডার ক্রিস উকসের জায়গায় খেলতে পারেন। পাঁচ ম্যাচে ৬টি উইকেট পেলেও বেশ খরুচে বোলিং করেন উকস। তার ইকোনমি রেট ৯.৯৪। এটিই সাকিবের ফেরার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

কলকাতা একাদশ (সম্ভাব্য): গৌতম গম্ভীর (অধিনায়ক), কলিন ডি গ্র্যান্ডহোম, রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), মানিশ পান্ডে, ইউসুফ পাঠান, সুরিয়াকুমার যাদব, ক্রিস উকস / সাকিব আল হাসান, নাথান কোল্টার নাইল, সুনীল নারাইন, কুলদিপ যাদব, উমেশ যাদব / পিয়ুশ চাওলা।

গুজরাট একাদশ (সম্ভাব্য): ব্রেন্ডন ম্যাককালাম, ডোয়াইন স্মিথ, সুরেশ রায়না (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ / জেসন রয় / জেমস ফকনার, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, ইশান কিশান, অ্যান্ড্রু টাই, বাসিল থাম্পি, ধাওয়াল কুলকার্নি, শাদাব জাকাতি।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।