ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বরিশালে ৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
বরিশালে ৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ উদ্বোধন বরিশালে ৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ উদ্বোধন/ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০১৬-১৭ খেলার উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নুরুল আমিন নুরু, সাবেক খেলোয়ার শহিদুল ইসলাম মিলন, আমিনুল ইসলাম মাসুম, তাসরিকুল ইসলাম টোটাম, মাইনুল ইসলাম, ছগির হোসেনসহ খুলনা’র ক্রিকেট টিম ম্যানেজার শেখ হেমায়েত উল্লাহ ও চাঁদপুরের ক্রিকেট টিম ম্যানেজার সঞ্জয় কর্মকার।
 
বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ৩৭তম ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০১৬-১৭ তে অংশ নিচ্ছেন খুলনা, চাঁদপুর, মুন্সিগঞ্জ ও দিনাজপুর জেলা। উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় খুলনা ও চাঁদপুরের মধ্যে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।