ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়নদের হটিয়ে কোয়ালিফায়ারে কলকাতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, মে ১৮, ২০১৭
চ্যাম্পিয়নদের হটিয়ে কোয়ালিফায়ারে কলকাতা চ্যাম্পিয়নদের হটিয়ে কোয়ালিফায়ারে কলকাতা-ছবি:সংগৃহীত

আইপিএলের এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে বৃষ্টি আইনে ৭ উইকেটে হারিয়ে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। আর এ জয়ের ফলে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেল কেকেআর। সেখানে তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে আসর থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ।

বৃষ্টির জন্য কেকেআরএর ব্যাটিং শুরু হয় প্রায় ৩ ঘন্টা পর। ডার্কওয়াথ লুইস নিয়মে নাইটদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬ ওভারে ৪৮।

কিন্তু শুরুতেই ক্রিস লিন, রবিন উথাপ্পা, ইউসুফ পাঠান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর গৌতম গম্ভির ২ ছক্কা ও ২ চারের সাহায্যে কেকেআরকে জয় এনে দেন। ফাইনালে উঠতে হলে মুম্বাইয়ের বিপক্ষে জিততেই হবে গম্ভিরদের।

এলিমিনেশন রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে চিন্নাস্বামি স্টেডিয়ামে টস জিতে গতবারের চ্যাম্পিয়নদের ব্যাট করতে পাঠিয়েছিলেন গম্ভির। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১২৮ রানই তুলতে সক্ষম হয় হায়দ্রাবাদ। ৩৫ বলে ওয়ার্নার ৩৭ রান। তিন নম্বরে নেমে কেন উইলিয়ামসন আউট হন ২৪ রানে।  

বল হাতে কলকাতার সফলতম ক্রিকেটারের নাম নাথান কোল্টার নাইল। চার ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। দুটো উইকেট নেন উমেশ যাদব। একটি করে উইকেট বোল্ট ও চাওলা। ম্যাচ সেরা হন কোল্টার নাইল।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ১৮ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।