এদিন অবশ্য বৃষ্টির কারণে বার্মিংহামে বেশিক্ষণ অনুশীলন করতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। পরবর্তীতে ইন্ডোরে নিজেদের প্রস্তুতি সেরে নেয় ভারত।
বার্মিংহামে ধোনিকে বোলিং অনুশীলন করতে দেখা যায়। এর আগেও বেশ কয়েকবার কিপিং গ্লাভস ছেড়ে বল হাতে দেখা গিয়েছে ধোনিকে। গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে গ্লাভস ছেড়ে বোলিং করেন তিনি।
এর আগেও টেস্টে কয়েকবার দলের স্বার্থে বল হাতে তুলে নিয়েছিলেন ধোনি। পাকিস্তানের বিপক্ষে ধোনির এমন অনুশীলনেই বোঝা যায় দলের প্রয়োজনে আবারো বল হাতে দেখা যেতে পারে ভারতের এই সফল অধিনায়ককে।
অন্যদিকে টুর্নামেন্টের শুরুর পূর্বে নিজেদেরকে ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে ভারত-পাকিস্তান। দুটি প্রস্তুতি ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারত। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচে ২৪০ রানের বিশাল জয় পেয়েছিল ভারত। অন্যদিকে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে পরাজিত করে পাকিস্তান ক্রিকেট দল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান নিজেদের ভালোভাবেই প্রস্তুত রেখেছে, অপেক্ষা শুধু ম্যাচটি মাঠে গড়ানোর। আগামী ৪ জুন এজবাস্টনে মুখোমুখি হবে ক্রিকেটের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত এবং পাকিস্তান।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ০৩ জুন, ২০১৭
এমএমএস