স্টিভেন ফিন-ছবি:সংগৃহীত
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ক্রিস ওকসের পরিবর্তে ডাক পেয়েছেন স্টিভেন ফিন। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে সাইড স্ট্রেইনে আক্রান্ত হন ওকস।
পরে ডানহাতি ওকসের স্ক্যান করানো হলে গুরুতর ইনজুরি ধরা পড়ে। ফলে টুর্নামেন্টটিই শেষ হয়ে যায় তার।
ওকসের পরিবর্তে অভিজ্ঞ স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন ও টোবে রোল্যান্ড-জোনসের নাম ছিল। তবে শেষ পর্যন্ত ফিনই জায়গা করে নিলেন।
সাইড স্ট্রেইনে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হয়। তবে ফাস্ট বোলারদের ক্ষেত্রে এটি কখনও আরও খারাপ দিকে যেতে পারে।
ওয়ানডে ফরম্যাটে ২০১১ সালে অভিষেকের পর ৬৯টি ম্যাচ খেলেছেন ডানহাতি ফাস্ট বোলার ফিন। ৫০ ওভারের ক্রিকেটে ১০২টি উইকেট লাভ করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ০৩ জুন, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।